ETV Bharat / city

Teachers Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতার কাছ থেকে উদ্ধার কালো ডায়েরি

author img

By

Published : Jul 25, 2022, 5:07 PM IST

ed-recovered-black-diary-from-arpita-mukherjee-in-ssc-tet-recruitment-scam
Teachers Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতার কাছ থেকে উদ্ধার কালো ডায়েরি

সারদা কাণ্ডের (Saradha Scam Case) তদন্তে উদ্ধার হওয়া লাল ডায়েরি নিয়ে ব্যাপক হইচই হয়েছিল ৷ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির (TET-SSC Recruitment Scam Case) তদন্তে কালো ডায়েরির হদিশ পেয়েছেন গোয়েন্দারা ৷ ধৃত অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) কাছ থেকে এই কালো ডায়েরি উদ্ধার হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) সূত্রে খবর ৷

কলকাতা, 25 জুলাই : সারদা কাণ্ডে (Saradha Scam Case) লাল ডায়েরির পর এবার টেট-এসএসসি দুর্নীতি কাণ্ডে (TET-SSC Recruitment Scam Case) অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কাছ থেকে উদ্ধার হল একটি কালো ডায়েরি । সেই ডায়েরিতে বিস্তারিতভাবে লেখা রয়েছে বেশ কিছু ব্যক্তির নাম এবং ঠিকানা-সহ ফোন নম্বর । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) সিজার লিস্টে এই কালো ডায়েরির উল্লেখ রয়েছে বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।

গোয়েন্দারা অনুমান করছেন, সেই কালো ডায়েরিতে কোন খাতে কোনখান থেকে টাকা আসত এবং সেই টাকা কাদের দেওয়া হত, তার বিস্তারিত তথ্য সেখানে রয়েছে । ফলে সেটি আদালতে জানানো খুবই প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে খবর মিলেছে যে বেশ কিছু ব্যক্তি এবং বেশ কিছু বেসরকারি সংস্থার নাম সেই ডায়েরি থেকে তারা ইতিমধ্যেই পেয়েছে । বিদেশি মুদ্রা থেকে এত বিপুল পরিমাণে টাকা কীভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এসে পৌঁছালো, তার বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সেই ডায়েরি থেকে খুঁজে বের করেছেন তদন্তকারীরা ৷ গোয়েন্দাদের ধারণা, আগামিদিনে এই দুর্নীতির তদন্তে আরও তথ্য উঠে আসবে ৷

আরও পড়ুন : Arpita Mukherjee: এবার অর্পিতার আত্মীয়-স্বজনের উপর বিশেষ নজর ইডি'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.