ETV Bharat / city

Bowbazar Metro Problem: 15 দিনে ক্ষতিপূরণের আশ্বাস, মেট্রোর আধিকারিকদের ঘিরে বউবাজারে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Oct 14, 2022, 12:27 PM IST

বউবাজারের (Bowbazar Metro Problem) মদন দত্ত লেনে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা (East West Metro) পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা । আধিকারিকদের এলাকায় ঢুকতে বাধাও দেওয়া হয় । 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা ।

east-west-metro-officials-face-protest-by-locals-of-boubajar
15 দিনে ক্ষতিপূরণের আশ্বাস, মেট্রোর আধিকারিকদের ঘিরে বউবাজারে বিক্ষোভ স্থানীয়দের

কলকাতা, 14 অক্টোবর: বউবাজারের (Bowbazar Metro Problem) মদন দত্ত লেনে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা (East West Metro) এসে পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । এলাকায় ঢুকতে বাধাও দেওয়া হয় তাঁদের । ঘটনাস্থলে মোতায়ান করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী । 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা । 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে । 100 বর্গফুটের বেশি ক্ষতি হলে, 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে (Metro work crisis)।

একালার পৌরপিতা বিশ্বরূপ দে জানিয়েছেন, আজ সকাল 9 টা পর্যন্ত 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল । তবে এখন সেই ফাটল আরও 4 থেকে 5টি বাড়িতে দেখা দিয়েছে । তিনি বলেন, "ভোর চারটার সময় যখন প্রথম টের পেলাম যে, একটি-দুটি বাড়িতে আবারও ফাটল দেখা দিয়েছে তখনই এখানে চলে আসি । তারপর থেকে বাসিন্দাদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে মালপত্র সমেত বের করা হচ্ছে এক এক করে । তাঁদের আশপাশের বিভিন্ন হোটেলে আপাতত স্থানান্তরিত করা হয়েছে । কিছু আগেই এখানে কেএমআরসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছেন । তাঁদের থেকে আমরা লিখিত রিপোর্ট চেয়েছি । ক্ষতিগ্রস্তদের 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ।" তিনি আরও জানান যে আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পরিদর্শনে যাবে (Crack in House)।

আরও পড়ুন: ফের বউবাজারে ফাটল-আতঙ্ক! মদন দত্ত লেন ছাড়ছেন স্থানীয়রা

আজ ভোরে ফের ফাটল দেখা দেয় বউবাজার এলাকার একাধিক বাড়িতে ৷ বউবাজারের মদন দত্ত লেনের পরপর বাড়িতে ফাটল দেখা দেওয়ায় বাসিন্দাদের ঘর থেকে বের করে আনা হয় ৷ প্রাণে বাঁচতে জিনিসপত্র নিয়ে ভোরবেলাই অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায় ৷ এই ঘটনায় মেট্রোর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, মেট্রোর কাজের জন্য বারবার এমন ঘটনা ঘটছে ৷

এর আগে 2019 সালের মে মাসেও এই আতঙ্ক দেখা দিয়েছিল শহর কলকাতায় ৷ দুর্গা পিথুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরেছিল ৷ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.