ETV Bharat / city

Dola Sen in Nizam Palace: আচমকা নিজাম প্যালেসে দোলা সেন, কেন ?

author img

By

Published : Jun 15, 2022, 4:25 PM IST

আচমকা নিজাম প্যালেসে গেলেন দোলা সেন (Dola Sen in Nizam Palace)। শ্রম দফতরের একটি বৈঠকের জন্য তিনি সেখানে গিয়েছিলেন বলে জানালেন ৷

dola-sen-in-nizam-palace for a meeting of labour department
আচমকা নিজাম প্যালেসে দোলা সেন, কেন ?

কলকাতা, 15 জুন: আজ আচমকাই নিজাম প্যালেসে হাজির দোলা সেন (Dola Sen in Nizam Palace)। এমন একটা সময়ে, যেদিন সেখানে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI interrogating Saokat Molla)৷ তবে দোলা সেনের সেখানে যাওয়ার কারণ অন্য বলে জানালেন তিনি নিজেই ৷

হঠাৎ কেন তিনি নিজাম প্যালেসে হাজির হলেন ? সে বিষয়ে দোলা সেন জানালেন, কেন্দ্রীয় সরকার পরিচালিত বেশকিছু সংস্থায় বিশেষ করে কাশীপুর গান ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন পাচ্ছেন না । কাজেই শ্রম দফতরের অফিসে আজ একটি বৈঠক ছিল । সেই বৈঠক করতেই সেখানে উপস্থিত হয়েছেন তিনি । তবে এ দিন কাকতালীয় ভাবে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । ফলে সে বিষয়ে দোলা সেনের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে যান ।

আরও পড়ুন: CBI interrogates Saokat Molla: কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজির শওকত মোল্লা, শুরু জিজ্ঞাসাবাদ

এ দিন দোলা সেন জানান, মোদি সরকার পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ উঠছে যে, সেখানকার কর্মচারীরা বেতন পাচ্ছেন না । অথচ তাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী । আবার অনেক সময় এই অভিযোগ উঠছে যে, তাঁদের মাঝে মধ্যেই টার্মিনেট করে দেওয়া হচ্ছে, চাকরি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে । কিন্তু আইন মেনে এই ভাবে কাজ করা যায় না । কেন বেতন পাচ্ছেন না সেই নিয়েই নিজাম প্যালেসে শ্রম দফতরের অফিসে বৈঠক ছিল ৷ দোলার কথায়, "এই অফিসেই মাঝেমধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের আলোচনা হয় । আজ কেন্দ্রীয় সরকার পরিচালিত বিভিন্ন সংগঠনের কর্মীরা বেতন পাচ্ছে না, মূলত সেই নিয়েই আলোচনা ছিল । সেই আলোচনা করতেই আমি আজ নিজাম প্যালেসে এসেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.