ETV Bharat / city

Dilip Ghosh : ক্ষমতার দম্ভে প্রিয়াঙ্কাকে কটূক্তি ফিরহাদের, তোপ দিলীপের

author img

By

Published : Sep 11, 2021, 4:43 PM IST

dilip ghosh slams firhad hakim on his remark on priyakna tibrewal
Dilip Ghosh : ক্ষমতার দম্ভে প্রিয়াঙ্কাকে কটূক্তি ফিরহাদের, দাবি দিলীপের

প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁর সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় অভিযুক্ত ফিরহাদ হাকিম ৷ তা নিয়েই ফিরহাদকে পালটা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে (Bhabanipur By Election) ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁর সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে ৷ এই ইস্যুতে শনিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

এদিন সকালে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দাবি করেন, ক্ষমতার দম্ভে এই কথা বলছেন ফিরহাদ ৷ পাশাপাশি তিনি জানান, যখন তাঁকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল, তখনও একই ধরনের প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ ৷ কিন্তু দিলীপ ঘোষ কে, এখন তো গোটা রাজ্যে জেনে গিয়েছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেককে তলব ইডি-র

মেদিনীপুরের সাংসদের বক্তব্য, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে কে চিনত ? রাজনীতিতে এসে সবাই নিজের পরিচয় তৈরি করে ।’’ এখানে উল্লেখ্য যে, ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রিয়াঙ্কার লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ৷ নন্দীগ্রামে (Nandigram) বিজেপির শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে হেরে যাওয়ার জন্যই এই লড়াইয়ে নামতে হয়েছে মমতাকে ৷

তাই এবারও মমতাকে ভোটের ময়দানে নাস্তানাবুদ করতে কোমর বেঁধে নামছে বিজেপি ৷ সেই লড়াইয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভাল ফল করবেন বলেই আশাবাদী দিলীপ ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, আজ সিবিআই যে পিছনে লেগেছে তৃণমূলের, তাতে প্রিয়াঙ্কার অবদান আছে । প্রিয়াঙ্কা কে, তা আগামীদিনে তৃণমূল বুঝতে পারবে ।

আরও পড়ুন : Mamata Banerjee : বার্ষিক আয় বেড়েছে 5 লাখ, কমেছে ব্যাঙ্ক ব্যালেন্স ; হলফনামা মমতার

প্রিয়ঙ্কাকে জেতাতে তারকা প্রচারকদের লম্বা তালিকা তৈরি করেছে বিজেপি ৷ সেই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) যেমন আছেন, তেমনই আছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ কিন্তু তিনি হয়তো প্রচারে থাকবেন না ৷ কারণ, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন ৷

এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, বাবুল দলকে এই বিষয়ে কিছু জানাননি । তিনি দলের একজন কার্যকর্তা ৷ দলের নির্দেশ মেনেই চলবেন বলে আশাবাদী দিলীপ ৷

আরও পড়ুন : Madan mitra : দলনেত্রীকে গুরুদক্ষিণায় মদন গাইলেন ‘ওনলি ফর মমতা’

কিন্তু ভবানীপুর নিয়ে যখন বিজেপি ব্যস্ত, তখন রায়গঞ্জে দলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে ৷ সেখানকার বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘উনি পার্টিতে নতুন এসেছেন তাই সব নিয়মকানুন জানেন না । আস্তে আস্তে শিখে নেবেন ।’’

এছাড়া এদিন তিনি স্বভাবসিদ্ধ ঢংয়ে বেকারত্ব নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, রাজ্যের তরফে বেকারত্বের যে তথ্য দেওয়া হচ্ছে, তা সঠিক নয় ৷ কারণ, রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীরা কাজের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় স্মৃতি ইরানি থেকে শুভেন্দু-বাবুল-রূপা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.