ETV Bharat / city

Corona Vaccination Certificate: টিকাকরণের পরও মেলেনি শংসাপত্র ! স্পুটনিক নিয়ে বিপাকে আমজনতা

author img

By

Published : Jul 11, 2022, 9:13 PM IST

Updated : Jul 12, 2022, 11:19 AM IST

স্পুটনিক ভি (Sputnik V) এবং স্পুটনিক লাইটের (Sputnik Light) ডোজ নেওয়ার পরও করোনা টিকাকরণের শংসাপত্র (Corona Vaccination Certificate) পাওযা নিয়ে বিপাকে পড়ছেন আমজনতা ৷

Corona Vaccination Certificate is not issuing after taking Sputnik V and Sputnik Light
Corona Vaccination Certificate: টিকাকরণের পরও মেলেনি শংসাপত্র ! স্পুটনিক নিয়ে বিপাকে

কলকাতা, 11 জুলাই: বর্তমানে রাজ্যের বাইরে গেলে আধার, প্যান কার্ডের পাশাপাশি করোনার টিকাকরণের শংসাপত্র (Corona Vaccination Certificate) থাকাটাও বাধ্যতামূলক ৷ কিন্তু, সেই শংসাপত্রই যদি আপনার না থাকে ? তাহলে ? এক কথায় বলতে গেলে, করোনার টিকাকরণের শংসাপত্র না-থাকলে আপনার ভিনরাজ্যে যাওয়ার পরিকল্পনাই ভেস্তে যেতে পারে ৷ আর ভিনদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না ৷ এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েই টিকাকরণের শংসাপত্র পাওয়ার অপেক্ষায় ধৈর্য্যের বাঁধ ভাঙছে স্পুটনিক ভি (Sputnik V) এবং স্পুটনিক লাইটের (Sputnik Light) ডোজ নেওয়া উপভোক্তাদের ৷

কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ছাড়াও রাশিয়ার তৈরি স্পুটনিক ভি এবং পরবর্তীতে স্পুটনিক লাইট টিকাকে ছাড়পত্র দিয়েছিল ভারত সরকার ৷ তারপর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে এই টিকার ডোজ দেওয়া হয় ৷ স্পুটনিক ভি-এর ক্ষেত্রে দু'টি এবং স্পুটনিক লাইটের ক্ষেত্রে একটি ডোজ নেওয়ার কথা ৷ সেই মতোই বেশ কিছু মানুষ স্পুটনিক ভি এবং স্পুটনিক লাইটের ডোজ নেন ৷ স্পুটনিক ভি-এর শংসাপত্র বহু চেষ্টার পর পাওয়া গেলেও স্পুটনিক লাইটের টিকাকরণের শংসাপত্র এখনও মেলেনি ৷ কোউইন পোর্টালে গিয়ে খোঁজ করে উপভোক্তারা জানতে পারেন, সেখানে তাঁদের শংসাপত্র নেই ! তাছাড়া, যাঁরা স্পুটনিক লাইট টিকা নিয়েছেন, তাঁরা আদৌ বুস্টার ডোজ নেবেন কি না, সেটাও স্পষ্ট নয় ৷ সব মিলিয়ে তৈরি হয়েছে জটিলতা ও ধোঁয়াশা ৷

আরও পড়ুন: Sentinel Survey: রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, লাল তালিকায় কলকাতা

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঁচজনকে দেওয়া হয়েছিল এই টিকা ৷ ভারতের সর্বত্রই বেশ কিছু মানুষের উপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল ৷ পরীক্ষায় দেখা গিয়েছে, ওমিক্রন রুখতে রুশ সংস্থার তৈরি স্পুটনিক লাইট ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী ৷ কলকাতার বাসিন্দা এক ব্যক্তি জানিয়েছেন, তিনি স্পুটনিক লাইট টিকা নিয়েছেন ৷ তাঁর বয়স 60 পেরিয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে গত 4 অক্টোবর এই টিকা নিয়েছিলেন তিনি ৷ কিন্তু, কোনও শংসাপত্র পাননি ৷ উপরন্তু, বুস্টার ডোজ নেবেন কি না, সেটাও তিনি বুঝতে পারছেন না ৷ সমস্যা মেটাতে এই বিষয়ে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ওই ব্যক্তি ৷

এদিকে, স্পুটনিক লাইট ভ্যাকসিন বুস্টার ডোজ হিসাবেও ব্যবহার করা যায় কি না, তা জানতে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয় ৷ তাতে দেখা গিয়েছে, এই টিকা অত্যন্ত কার্যকরী ৷ ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানিয়েছেন, "ভ্যাকসিনের যে ট্রায়াল আমাদের ভারতে হয়েছে, সেখানে দেখা গিয়েছে বুস্টার ডোজ হিসেবে স্পুটনিক লাইটের কার্যকারিতা অনেকটাই বেশি ৷ যাঁরা স্পুটনিক লাইট নিয়েছেন, তাঁদের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি ৷ ফলে টিকা প্রস্তুতকারী সংস্থা গ্যমেলিয়া রিসার্চ বর্তমানে চিন্তাভাবনা করছে যাতে ইউরোপ, আমেরিকা-সহ তৃতীয় বিশ্বের দেশগুলিতেও স্পুটনিক লাইট বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হয় ৷ ভারতেও কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার আশায় রয়েছে তারা ৷"

Last Updated : Jul 12, 2022, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.