ETV Bharat / city

75 years of Independence বৃষ্টির মধ্যেই শহরে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের স্মরণ কংগ্রেসের

author img

By

Published : Aug 14, 2022, 5:09 PM IST

Congress pays tribute to freedom fighters in Kolkata
Congress pays tribute to freedom fighters in Kolkata

বৃষ্টি উপেক্ষা করে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের শ্রদ্ধা জানাল কংগ্রেস ৷ উত্তর ও মধ্য কলকাতায় ঘুরে ঘুরে তাঁদের গলায় মাল্যদান করা হয় কংগ্রেসের তরফে (75 years of Independence) ৷

কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতার 75 বছরে 'ভারত জোড়ো যাত্রা'র প্রাথমিক কর্মসূচি শুরু করল জাতীয় কংগ্রেস । এআইসিসির নির্দেশে রবিবার উত্তর ও মধ্য কলকাতার স্বাধীনতা সংগ্রামী, শহীদ, মনীষী থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের প্রাক্তন শীর্ষ নেতৃত্বের জন্মস্থান, কর্মস্থল ঘুরে দেখলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা (75 years of Independence) ।

বৃষ্টি উপেক্ষা করেই উত্তর কলকাতা জেলা কংগ্রেস অফিস থেকে স্বামী বিবেকানন্দের শিমলার বাড়ি, জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘুরে দেখা হয় । মাল্যদানের পাশাপশি স্বাধীনতায় এই সব মনীষীদের ভূমিকা তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব (Congress pays tribute to freedom fighters in Kolkata) ।

75 years of Independence
স্বাধীনতার 75 বছরে 'ভারত জোড়ো যাত্রা'র প্রাথমিক কর্মসূচি শুরু করল জাতীয় কংগ্রেস

এ দিন ডিএল রায় স্ট্রিট থেকে স্বামী বিবেকানন্দ, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশ ঘোষ, ক্ষুদিরাম বসু, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় ৷ এরপরে দেশবন্ধু পার্কে চিত্তরঞ্জন দাশের মূর্তিতেও মাল্যদান করা হয় । একইভাবে উল্টোডাঙ্গা ব্রিজের কাছে অরবিন্দ মূর্তি, এপিসি রোডে আবুল কালাম আজাদ, বিদ্যাসাগর মূর্তি ঘুরে রাজা রামমোহন রায়ের গলায় মাল্যদান করে জেলা পার্টি অফিসে কর্মসূচি শেষ হয় ।

75 years of Independence
উত্তর ও মধ্য কলকাতায় ঘুরে ঘুরে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের গলায় মাল্যদান করে কংগ্রেস

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায় চৌধুরী বলেন, "স্বাধীনতার 75 বছরে কংগ্রেসের তরফে নানান কর্মসূচি নেওয়া হয়েছে । আজ এআইসিসির নির্দেশে মনীষীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে । বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আবুল কালাম আজাদ প্রমুখ উত্তর ও মধ্য কলকাতার মনীষীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে । তাঁদের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনে ভূমিকাকে স্মরণ করা হচ্ছে ।"

বৃষ্টি উপেক্ষা করে স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের শ্রদ্ধা জানাল কংগ্রেস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.