ETV Bharat / city

Durga Puja : প্যানডেমিক পরিস্থিতিতে দেবীদুর্গার নিরাপদ ছত্রছায়া চোরবাগান সর্বজনীন মণ্ডপে

author img

By

Published : Oct 7, 2021, 7:41 PM IST

করোনা প্যানডেমিকের মধ্যে চোরবাগান সর্বজনীনে (Chorbagan Sarbojonin) এবারের থিম ছত্রছায়া ৷ দেখলে মনে যেন দেবী দুর্গা করোনা পরিস্থিতির মধ্যে তাঁর সন্তানদের জন্য ছত্রছায়া দিচ্ছেন ৷

Chorbagan Sarbojonin
Durga Puja

কলকাতা, 7 অক্টোবর : করোনা প্যানডেমিকের জেরে মানুষ বড় অসহায় হয়ে পড়েছে । কোভিড কেড়ে নিয়েছে বহু প্রাণ । কত মানুষ হারিয়েছেন আশ্রয়-জীবিকা । বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অস্থিরতা ৷ মানুষ যেন এই মুহূর্তে একটা নিরাপদ ছত্রছায়া খুঁজে বেড়াচ্ছেন । সেই নিরাপদ ছত্রছায়ার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবছর চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে । মণ্ডপকে চারদিক থেকে ঘিরে রয়েছে বিশাল বিশাল গাছের খুঁটি । কিছু খুঁটিতে উৎসবের রং । আবার কিছু খুঁটি দাঁড়িয়ে রয়েছে ফ্যাকাশে বিবর্ণতা নিয়ে । মণ্ডপ সেজে উঠেছে এই খুঁটির উপর নির্ভর করেই । অসাধারণ নকশা ও অভিনবত্ব রয়েছে চোরবাগানের এবছরের পুজো মণ্ডপে ।

দেবী মূর্তিকে এখানে মাতৃরূপে আরাধনা করা হবে । দেবীর হাতে কোনও অস্ত্র নেই । দেবীর এখানে অভয়া রূপ ৷ তিনি যেন তাঁর সন্তানদের সুরক্ষিত ছত্রছায়ার আশ্বাস দিচ্ছেন । এবছরের থিম ও গোটা পরিকল্পনা বাস্তবায়িত করেছেন শিল্পী বিমল সামন্ত । প্রতিমা তৈরি করছেন শিল্পী নবকুমার পাল ।

চোরবাগান সর্বজনীনের এবারের মণ্ডপের বিশেষত্ব হল, এই মণ্ডপ তৈরি হয়েছে ডবল সি ব্লকের ব্যবহারে । আধুনিক প্রযুক্তিতে এই ডবল সি ব্লক দিয়ে বাড়ি তৈরি করা হয় যাতে বাড়ির ভিতর শীতলতা বজায় থাকে। এই ব্লকের ব্যবহারে মণ্ডপ তৈরি করার ফলে মণ্ডপের ভিতরেও রয়েছে শীতলতার অনুভূতি । বিভিন্ন আকারের লোহার রড ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায় । সুদূর গুজরাত থেকে আনা টাইলস দিয়ে কারুকার্য করা হয়েছে মণ্ডপের ভিতরে । সেখানে রয়েছে লোহার রডের নকশাও ৷ রঙিন টাইলস এবং লোহার রডের নকশা দিয়ে বানানো এই মণ্ডপ সজ্জা খুবই নান্দনিক । সব মিলিয়ে এই বছর এক অভিনব প্রয়াস দেখতে পাওয়া যাবে চোরবাগান সর্বজনীন দুর্গা পুজোর মণ্ডপে ।

আরও পড়ুন : Durga Puja : দুর্গাপুজোয় করোনাবিধি নিয়ে 11 দফা নির্দেশিকা নবান্নর

উত্তর কলকাতার জনপ্রিয় পূজাগুলির মধ্যে অন্যতম পুজো চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা । এবছরে 85তম বর্ষে পদার্পণ করেছে । প্রতি বছরই থিমের চমক থাকে এই পুজো মণ্ডপে । মানুষ দূর-দুরান্ত থেকে আসেন প্রতিমা দর্শন করতে । কিন্তু গত বছর থেকে করোনা সংক্রমণের জেরে মণ্ডপে দর্শকবিহীন পুজো হচ্ছে । এবছরও হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাবে না । যদিও অনলাইনে ও চোরবাগান সর্বজনীনের ফেসবুক পেজে প্রতিমা ও মণ্ডপ দর্শন করা যাবে ।

আরও পড়ুন : Durga Puja : 288 বছর ধরে একচালা প্রতিমার পুজো মগরাহাটের বসু পরিবারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.