ETV Bharat / city

Municipal Corporation Election Case : হাইকোর্টে পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার শুনানি

author img

By

Published : Nov 29, 2021, 3:18 PM IST

Updated : Nov 29, 2021, 6:33 PM IST

বিজেপির আইনজীবীর আর্জিতে পুরভোট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার (case hearing regarding municipal corporation election adjourned till wednesday)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরভোট সংক্রান্ত দুটি জনস্বার্থ মামলার শুনানি থাকলেও প্রধান বিচারপতি বিশেষ কারণে না বসায় মামলাগুলি বিচারপতি টি এস শিভাগনানাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।

Municipal Corporation Election Case
পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার শুনানি

কলকাতা, 29 নভেম্বর : সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার (Municipal Corporation Election Case) শুনানি। বিজেপির আইনজীবীর আর্জিতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার (case hearing regarding municipal corporation election adjourned till wednesday)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরভোট সংক্রান্ত দুটি জনস্বার্থ মামলার শুনানি থাকলেও প্রধান বিচারপতি বিশেষ কারণে না বসায় মামলাগুলি বিচারপতি টিএস শিবগণানাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ আগামী বুধবার শুনানির আর্জি জানান। সেই আবেদনের ভিত্তিতেই বুধবার পর্যন্ত পিছিয়ে গেল শুনানি ৷ রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট করার দাবিতে মামলা করেছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি হাওড়া জেলা কমিটি সিপিআইএমের তরফেও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। জোড়া মামলার শুনানিই পিছিয়ে গেল এদিন। গত সপ্তাহে একবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন : Calcutta HC on KMC Election: নির্বাচনের দিন ঘোষণা নিয়ে আগামী সোমবার হাইকোর্টে শুনানি

উল্লেখ্য, পুরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন আদালতের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি বলে গতসপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি। কারণ আদালতে মামলার শুনানি চলাকালীনই আচমকা 19 ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। সবমিলিয়ে কলকাতা পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করাকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা নিরসনের আশায় ছিল বিরোধী দলগুলি। কিন্তু ফের একবার শুনানি পিছিয়ে গেল মামলার।

Last Updated : Nov 29, 2021, 6:33 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.