ETV Bharat / city

Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

author img

By

Published : Nov 15, 2021, 3:52 PM IST

অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ৷ তাঁদের আচরণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে ৷ যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‘যদি দেখা যায় ছাত্রছাত্রীরা আদালতের কোনও নির্দেশ লঙ্ঘন করছেন, তাহলে তাঁদের শাস্তি পেতে হবে ৷ আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে ৷’’

calcutta high court warns protesters of R G Kar medical college and hospital
Calcutta High Court : আর জি করের আন্দোলনে নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের

কলকাতা, 15 নভেম্বর : আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College and Hospital) ছাত্র আন্দোলনে আদালতের কোনও নির্দেশ অমান্য হলে কঠোর পদক্ষেপ করা হবে ৷ সোমবার একথা সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shrivastava) ৷ উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ তাঁদের এই আন্দোলনের ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও রুজু হয়েছে ৷ হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে ৷

আরও পড়ুন : Nandigram Election Case: নন্দীগ্রামের ফল পুনর্বিবেচনা মামলার শুনানি হাইকোর্টে

ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন ৷ সেই অনুযায়ী বৈঠকও করা হয় ৷ কিন্তু, তাতেও সমস্যা মেটেনি ৷ আন্দোলনকারীরা এখনও তাঁদের দাবিতে অনড় ৷ এই মামলাতেই সোমবার প্রধান বিচারপতি হবু চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আন্দোলন চলাকালীন আদালতের কোনও নির্দেশ যদি কখনও অমান্য করা হয়, তাহলে আদালত কড়া পদক্ষেপ করবে ৷ ’’

সোমবারের শুনানিতে মামলাকারীর আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, ‘‘ছাত্রছাত্রীদের একাংশ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের তরফে তাঁর আইনজীবী আদালতকে জানান, আন্দোলন আগের থেকে স্তিমিত হয়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি বন্ধ হয়নি ৷ আন্দোলনকারীরা অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ৷ একাধিকবার তাঁকে ঘেরাও করা হয়েছে ৷ ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ, কর্ম করতে পারছেন না ৷ আপাতত স্বাস্থ্য ভবন থেকে, কখনও বা নিজের বাড়ি থেকেই দায়িত্ব সামলাতে হচ্ছে অধ্যক্ষকে ৷ অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য হল, ইতিমধ্যেই সকলে কাজে যোগ দিয়েছেন ৷ ফলে এই মামলার আর কোনও প্রয়োজন নেই ৷

আরও পড়ুন : R G Kar Agitation : হাইকোর্টের নির্দেশে 29 অক্টোবর আর জি করে আন্দোলনকারী-স্বাস্থ্যসচিব বৈঠক

আন্দোলনকারীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকারও ৷ অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে আদালতকে বলেন, ‘‘আর জি কর রাজ্যের সব থেকে পুরনো হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ ৷ সেখানে আন্দোলনের নামে যে আচরণ করা হচ্ছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তাতে এই শিক্ষাকেন্দ্র এবং হাসপাতালের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে ৷’’ স্বাস্থ্যসচিবের সঙ্গে ছাত্রছাত্রীদের যে বৈঠক হয়েছিল, তার রিপোর্টও খামবন্দি করে আদালতে জমা করেন অ্যাডভোকেট জেনারেল ৷ তিনি বলেন, ‘‘যাঁরা ভবিষ্যতে ডাক্তার হবেন, তাঁদেরই কয়েকজন যেভাবে হাসপাতাল চত্বরে আন্দোলন করছেন, সাইলেন্ট জোনে মাইকিং করছেন, তা একেবারেই অনভিপ্রেত ৷ এমন ঘটনা কখনই কাম্য নয় ৷’’ এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ‘‘যদি দেখা যায় ছাত্রছাত্রীরা আদালতের কোনও নির্দেশ লঙ্ঘন করছেন, তাহলে তাঁদের শাস্তি পেতে হবে ৷ আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে ৷’’ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.