ETV Bharat / city

SSC Recruitment Scam: সুবীরেশকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরার জন্য সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Sep 28, 2022, 4:32 PM IST

Updated : Sep 28, 2022, 5:14 PM IST

Calcutta High Court tells CBI to take Subiresh Bhattacharya in custody for interrogation if necessary
SSC Recruitment Scam: সুবীরেশকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরার জন্য সিবিআইকে নির্দেশ হাইকোর্টের

এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছে সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) ৷ তিনি এখন জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁকে জেরার জন্য প্রয়োজনে ফের হেফাজতে নিতে পারবে সিবিআই (CBI) ৷ বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ সিবিআইকে (CBI) । বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

একই সঙ্গে এদিন তিনি বলেন, ‘‘সুবীরেশ ভট্টাচার্যকে আমি চিনি ৷ তিনি অত্যন্ত ভালো লোক । তিনি বেআইনি নিয়োগে সম্মতি দিতে পারেন না । নিশ্চয় পেছনে অন্য কারও হাত রয়েছে ৷’’ তিনি জানিয়েছেন, সেই কারণেই সিবিআইকে প্রয়োজনে হেফাজতে নিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ।

আদালত সূত্রে খবর, এদিন বিচারপতির সামনে কিছু তথ্য পেশ করে সিবিআই ৷ তাতে দেখা যাচ্ছে এসএসসির ওয়েবসাইটে চাকরি প্রার্থী হিসেবে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের ওএমআর শিটে প্রশ্নের কোনও উত্তরই লেখা নেই ৷ তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, সেই সময় পর্ষদ সভাপতি কে ছিলেন ? সিবিআই জানায়, সুবীরেশ ভট্টাচার্য ।

বিচারপতি জানতে চান, এঁদের জামিন পাওয়ার সম্ভাবনা আছে কি না ! সিবিআই জানায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সবাই গ্রেফতার হয়েছেন । জামিন পাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না ।

সঙ্গে সঙ্গে বিচারপতি বলেন, ‘‘সেরকম সম্ভাবনা এলে জানাবেন । পাশাপাশি সুবীরেশ ও কল্যাণকে ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, দেখবেন অন্য কারও নির্দেশে এঁরা কাজ করেছেন । সেই নামটা জানুন ।’’

বিচারপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যাঁরা এই ঘটনার পেছনে আছেন, তাঁরা অবিলম্বে চাকরি থেকে পদত্যাগ করুন । না হলে আদালত থেকে এমন ডাটা তৈরি করে দেওয়া হবে, যাতে তাঁরা ভবিষ্যতে কোনও সরকারি চাকরিতে আবেদন পর্যন্ত করতে না পারেন ।’’

বিচারপতি আরও বলেন, ‘‘সুবীরেশ ভট্টাচার্যকে পুনরায় হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করুন, কার নির্দেশে তিনি এই কাজ করেছেন । সেই নাম পেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করুন ৷ প্রয়োজনে তাঁকে হেফাজতে নিন । আমার বিশ্বাস সুবীরেশ ভট্টাচার্য খুব ভালো মানুষ । তিনি এই কাজ করতে পারেন না । আমি তাঁকে জানি । তিনি কারও নির্দেশে এই কাজ করেছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘আমার কথা সুবীরেশ ভট্টাচার্যকে বলবেন, আমি বলেছি । অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওঁকে ভুলে যাননি । উনি জেলে থাকবেন আর অপরাধীরা বাইরে থাকবে, এটা হতে পারে না । ওঁকে বলুন কার নির্দেশে এই কাজ করেছেন নামগুলো বলতে ।’’

আরও পড়ুন : পুজোর দিনে পার্থ, সুবীরেশদের পাতে পড়বে মাটনের নানা পদ !

Last Updated :Sep 28, 2022, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.