ETV Bharat / city

School Fees In West Bengal : বেসরকারি স্কুলে এবার দিতে হবে পুরো মাইনে, আদালতের রায়ে ক্ষুব্ধ অবিভাবক সংগঠন

author img

By

Published : Feb 19, 2022, 9:49 AM IST

Updated : Feb 19, 2022, 11:09 AM IST

করোনা সংক্রমণ পরিস্থিতি রাজ্যে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ তাই বেসরকারি স্কুলের মাইনে দিতে হবে আগের মতোই 100 শতাংশ (School Fees In West Bengal)। রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরা ৷

School Fees In West Bengal
আর নয় 80 শতাংশ বেতন দিতেভবে পুরো মাইনে, আদালতের রায়ে ক্ষুব্ধ অবিভাবক সংগঠন

কলকাতা, 19 ফেব্রুয়ারি : রাজ্যে অনেকটা স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি । তাই আর 80 শতাংশ নয়, বেসরকারি স্কুলের মাইনে দিতে হবে আগের মতোই 100 শতাংশ । শুক্রবার এমনটাই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (School Fees In West Bengal) । শুধু তাই নয়, আগামী মাস থেকে স্কুলের মাইনে ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই । স্বাভাবিকভাবে এই রায়ে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ।

করোনা সংক্রমণের সময় বেশিরভাগ মানুষই ব্যাপক অর্থ সঙ্কটে পড়েন ৷ অনেকে কর্মহীন হয়ে পড়েন । তাই পরিস্থিতির গভীরতা বিচার করে তখন বেসরকারি স্কুলগুলিতে বেতনের 80 শতাংশ নিতে নির্দেশ দেয় আদালত । সেই মতোই চলছিল । তবে এবার পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে । রাজ্যে খুলে গিয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল । তাই আবার 100 শতাংশ বেতন দিতে হবে অভিভাবকদের । এমনটাই রায় দিয়েছে আদালত। পাশপাশি আদালত আরও নির্দেশ দিয়েছে যে বকেয়া মাইনের 50 শতাংশ দিতে হবে অভিভাবকদের । আগামী 25 মার্চ মামলার পরবর্তী শুনানি রয়েছে । তাই, 25 মার্চ পর্যন্ত কোনও স্কুল বকেয়া ফি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারবে না ।

আরও পড়ুন: শেষ টি-20তে বাড়ছে দর্শকসংখ্যা, থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

এই বিষয় ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "2020 সালে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল আমরা আশা করেছিলাম তা অমান‍্য করার জন‍্য স্কুলগুলির বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে । তবে তা দেখতে পেলাম না । বেশিরভাগ স্কুল এযাবৎ আদালতের রায়কে অমান‍্য করে শুধু 100 শতাংশ মাইনেই নিয়ে গিয়েছে । শুধু তাই নয় ব‍্যাপক হারে মাইনেও বাড়িয়েছে স্কুলগুলি । আদালত তার রায়ে বলেছিল যে স্কুল খোলার একমাস পর থেকে সম্পূর্ণ মাইনে নেওয়া যাবে । অথচ আদালত 1 মার্চ থেকে সম্পূর্ণ মাইনে নেওয়ার কথা জানালো ।" তিনি আরও বলেন যে, "সরকারি নির্দেশ অনুযায়ী সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল 16 ফেব্রুয়ারি থেকে চালু হলেও বহু স্কুল আছে যারা আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল খুলবে । এক্ষেত্রেও আদালত তার রায়কে বহাল রাখতে পারল কি ? বেসরকারি স্কুলগুলোর যথেচ্ছাচারকে রুখতে গেলে আন্দোলনই একমাত্র পথ ।"

আরও পড়ুন: স্কুল খুললেও পুলকারে দেখা নেই পড়ুয়াদের

Last Updated : Feb 19, 2022, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.