ETV Bharat / city

ত্রিপল চুরি মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

author img

By

Published : Jun 14, 2021, 3:55 PM IST

Calcutta High Court didnt issue the stay order on tripal theft case against Shuvendu adhiraki
ত্রিপল চুরি মামলায় শুভেন্দু’র বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কাঁথি পৌরসভার ডরমেটরি বিল্ডিং থেকে গত 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ । সেই ঘটনায় কাঁথি থানায় শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ সেই ঘটনার তদন্তে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ তবে, আদালত তদন্তে স্থগিতাদেশ দেয়নি ৷

কলকাতা, 14 জুন : ত্রিপল চুরির তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ৷ কাঁথি পৌরসভায় ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ৷ যে অভিযোগের ভিত্তিতে তদন্ত স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট আবেদন করেছিলেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ মামলার পরবর্তী শুনানি 22 জুন ৷

প্রসঙ্গত, কাঁথি পৌরসভার ডরমেটরি বিল্ডিং থেকে গত 29 মে ত্রিপল চুরি যায় বলে অভিযোগ । দিনের বেলা লরিতে করে ত্রিপল চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পৌরসভার কর্মীরা তা দেখতে পেয়ে ধরে ফেলেন ৷ এই ঘটনায় গত 1 জুন শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না ৷ সেই মামলায় বিরোধী দলনেতা ছাড়াও পুরকর্মী ও এক নিরাপত্তারক্ষীর নামও রয়েছে ৷

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

এ নিয়ে মামলা দায়ের হতেই কলকাতা হাইকোর্টে তদন্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন শুভেন্দু এবং সৌমেন্দু ৷ সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, আপাতত তদন্ত প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না ৷ মামলার পরবর্তী শুনানি 22 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.