ETV Bharat / city

Botanical Garden : করোনাবিধি মেনে 4 মাস পর খুলছে বোটানিক্যাল গার্ডেন

author img

By

Published : Aug 26, 2021, 3:37 PM IST

আগামী 1 সেপ্টেম্বর থেকে খুলছে বোটানিক্যাল গার্ডেন ৷ হুগলি নদীর তীরে অবস্থিত শহরের সবচেয়ে বড় উদ্যানটি করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘ চার মাস ধরে বন্ধ ছিল ৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রাতঃভ্রমণকারী এবং পর্যটক সকলের জন্য পার্কটি খুলে দেওয়া হচ্ছে ৷

Botanical Garden is open after 4 months visitors should follow the Covid rules
করোনাবিধি মেনে 4 মাস পর খুলছে বোটানিক্যাল গার্ডেন

কলকাতা, 26 অগস্ট : করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় থেকে বন্ধ থাকার চার মাস পর সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ৷ আগামী 1 সেপ্টেম্বর থেকে করোনার বিধিনিষেধ মেনে শতাব্দী প্রাচীন এই উদ্যানটি খুলে দেওয়া হবে ৷ সকালে প্রাতঃভ্রমণকারী থেকে পর্যটক সবাই প্রবেশের অনুমতি পাবেন ৷ তবে, সেক্ষেত্রে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাওয়া সকলকে ৷ বোটানিক্যাল গার্ডেন খোলা হবে আগের নিয়মেই ৷

তবে, বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণকারী ও পর্যটকদের প্রবেশের জন্য করোনার ভ্যাকসিনেশন বা আরটি পিসিআর পরীক্ষার বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়নি ৷ তবে, মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ববিধির মতো করোনার বিধিনিষেধগুলি মেনে চলতে হবে ৷ বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ববিধি মানা বাধ্যতামূলক ৷ তা হলেই বোটাকিন্যাল গার্ডেনে প্রবেশ করতে পারবেন পর্যটক এবং প্রাতঃভ্রমণকারীরা ৷

আরও পড়ুন : অরণ্য সপ্তাহ পালনে কলকাতা শহরে ৭০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার । কর্তৃপক্ষ সূত্রে খবর, 10 মে থেকে সেই উদ্যান বন্ধ রয়েছে । তবে, বোটনিক্যাল গার্ডেন খুলে যাওয়ায় সকালের প্রাতঃভ্রমণকারীদের খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতা যেহেতু জারি করা হয়েছে, সেই পরিস্থিতিতে এখনই বোটানিক্যাল গার্ডেন খুলে দেওয়া নিয়ে আপত্তিও উঠেছে বিভিন্ন মহলে ৷

আরও পড়ুন : কোটি কোটি বছরের প্রাচীন উদ্ভিদ জীবাশ্মের ভাণ্ডার বীরভূমের ইলামবাজারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.