ETV Bharat / city

নেতাজির জন্মদিনে খাওয়ানো হল শতাধিক দৃষ্টিহীন ভিক্ষুককে

author img

By

Published : Jan 24, 2020, 12:29 PM IST

নেতাজির জন্মজয়ন্তী এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের জন্মবার্ষিকীতে খাওয়ানো হল শতাধিক দৃষ্টিহীন ভিক্ষুককে । আয়োজক ছিল বিরাটি হিন্দু মিলন মন্দির ।

blind beggers are participate on netaji birthday
পাত পেড়ে খেলেন শতাধিক দৃষ্টিহীন ভিক্ষুকরা

কলকাতা, 24 জানুয়ারি: কেউ ট্রেনে ভিক্ষা করেন, কিংবা কেউ পথে পথে ঘুরে ভিক্ষা করেন । এঁরা দৃষ্টিহীন ভিক্ষুক । গতকাল নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন করা হল তাঁদেরকে পাত পেড়ে খাইয়ে । এই কর্মকাণ্ডের আয়োজক ছিল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির । নেতাজির জন্মদিনের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকীও পালিত হয় গতকাল ।

ভিক্ষা করেই রুটি-রুজির জোগাড় হত । গতকাল তাঁরা অন্যভাবে কাটালেন । খাদ্যতালিকায় ছিল অন্নকূটের প্রসাদ থেকে শুরু করে ভাত, তরকারি, শাকসবজি, পায়েস, মিষ্টি সহ বিভিন্ন পদ । বিরাটির হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষ অন্ধভিক্ষুদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন ।

তাঁদের শীত বস্ত্রও দান করা হয় গতকাল ৷ প্রায় 100জন দৃষ্টিহীন ভিক্ষু এদিন একত্রিত হয়েছিলেন ৷ সমাজের অবহেলিত এইসব মানুষগুলির পাশে দাঁড়িয়ে আপ্লুত বিরাটি হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষ ।

Intro:নেতাজির জন্মদিনে কব্জি ডুবিয়ে ভোজ সারলেন দৃষ্টিহীন ভিক্ষুকেরা

কলকাতা, ২৩ জানুয়ারি: অন্ধ চোখ নিয়ে কেউ ট্রেনে ভিক্ষা করেন, আবার কেউ পথে পথে ঘুরে সাধারণ মানুষের সাহায্য প্রার্থী হন। এই সব অন্ধ ভিক্ষুকেরা নেতাজীর জন্মদিন উপলক্ষে রীতিমতো কব্জি ডুবিয়ে ভুরিভোজ সাড়লেন। এই মানবিক কর্মযজ্ঞের আয়োজক ছিল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির। নেতাজির জন্মদিনের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মবার্ষিকীও পালিত হয়। Body:একদিন একটু পাতে পেলেন ওরা উৎকৃষ্ট মানের খাবার। চোখে দেখতে না পেলেও প্রাণভরে সারলেন আহার। ভিক্ষার্জনই রুটি-রুজির একমাত্র মাধ্যম থাকা ব্যক্তিগুলি আজ যেন অন্যভাবে কাটাতে পারলেন দেশের মহান নেতার জন্মদিনটিকে। আজ নেতাজির জন্মদিনের পাশাপাশি স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্ম বার্ষিকীরও অনুষ্ঠান ছিল। এই উপলক্ষে বিরাটি হিন্দু মিলন মন্দিরে ছিল অন্নকূট । সেই অনুষ্ঠানে প্রায় শতাধিক দৃষ্টিহীন মানুষকে অন্নকূটের প্রসাদ খাওয়ানোর পাশাপাশি  তাদের হাতে শীতবস্ত্রও তুলে দেয় ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষ। বেশ গুরুত্ব সহকারে আপ্যায়ন পেয়ে আপ্লুত হয়ে পড়েন অবহেলিত এইসব মানুষগুলো।‌ কেনোইবা আপ্লুত হবেন না তারা, কারণ আপ্যায়নে কোনও খামতি রাখেননি কর্মকর্তারা। খাদ্যতালিকায় ছিল ভাত, তরকারি, শাকসবজি, পায়েস, মন্ডামিঠাই সহ বিভিন্ন পদের উৎকৃষ্ট মানের সব খাবার। এসব দিয়ে ভুরিভোজ সেরে একদম ফুরফুরে মেজাজে একে একে নিজেদের গন্তব্যে ফেরেন তাঁরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.