JP Nadda : মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে উদাসীন বঙ্গ-সরকার, অভিযোগ নাড্ডার

author img

By

Published : Sep 27, 2021, 6:47 PM IST

bjp president jp nadda attacks west bengal tmc government over crime against women issue

সোমবার বিজেপির মহিলা মোর্চার কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল ৷ সেখানেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : মহিলাদের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের গাফলতি রয়েছে বলে তিনি সরব হলেন ৷ সোমবার বিজেপির মহিলা মোর্চার কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল ৷ সেই বৈঠক থেকে সরাসরি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷

এদিন মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ নিয়ে কোন রাজ্যের সরকার কেমন ভাবে ব্যবস্থা নেয়, তা নিয়ে আলোচনা করেন নাড্ডা ৷ সেখানে তিনি দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির ভূয়সী প্রশংসা করেন ৷ বিজেপি শাসিত রাজ্যে অপরাধীদের জাত বা রাজনৈতিক পরিচয় দেখা হয় না বলে দাবি ৷ তাঁর বক্তব্য, সেখানে আইন আইনের পথেই চলে ৷ সেখানে অপরাধীরা পালিয়ে যাওয়ার কোনও সুযোগ পায় না ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : ভবানীপুরে প্রিয়াঙ্কা জয়লাভ করলে বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব, বললেন শুভেন্দু

এর পরই তিনি জানান, অন্য দল পরিচালতি রাজ্যে মামলা দায়ের করাই খুব কঠিন ৷ সেখানে মহিলাদের বিরুদ্ধে ঠিক কী হয়, তার সাক্ষী সকলেই ৷ এই সময়ই তিনি রাজস্থান ও মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নামও তোলেন ৷

একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি উন্নয়নের কাজে মহিলাদের সবসময় গুরুত্ব দেয় ৷ আর দেশের নির্বাচনী ক্ষেত্রেও মহিলাদের প্রতিনিধিত্বে 33 শতাংশ সংরক্ষণকেও গুরুত্ব দেয় বিজেপি ৷ তাই এই দলের একজন কর্মী হিসেবে তিনি গর্ববোধ করেন বলে দাবি করেছেন জেপি নাড্ডা ৷

আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কয়েকদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য সামনে এসেছে ৷ সেখানে দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতাকে মহিলাদের জন্য অনেক নিরাপদ শহর হিসেবে বর্ণনা করা হয়েছে ৷

যা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল বিজেপির জাতীয় সভাপতির বক্তব্য ৷ এখন দেখার এই নিয়ে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের কী প্রতিক্রিয়া দেয় !

আরও পড়ুন : Goa: মঙ্গলে তৃণমূলে পা গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.