ETV Bharat / city

Bhabanipur By-Poll : গণনার শেষ পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে, এজেন্টদের নির্দেশ বঙ্গ-বিজেপির

author img

By

Published : Oct 2, 2021, 11:00 PM IST

Bhabanipur By-Poll
Bhabanipur By-Poll

গণনার শেষ অবধি থাকতে হবে গণনাকেন্দ্রেই ৷ তার আগে কোনও মতেই কেন্দ্রে ছেড়ে যাওয়া যাবে না ৷ এদিন বঙ্গ বিজেপির তরফে এমনটাই নির্দেশ দেওয়া হল এজেন্টদের ৷

কলকাতা, 2 অক্টোবর : গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না । দলের সমস্ত এজেন্টকে নির্দেশ বঙ্গ-বিজেপির । শনিবার ভবানীপুরে ভোট গণনা নিয়ে বিজেপির সদর কার্যালয়ে একটি বৈঠক হয় । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই বৈঠকেই বিজেপির এজেন্টদের এই নির্দেশ দেওয়া হয় ।

সূত্রের খবর, ভবানীপুরে বিজেপির পরাজয় একপ্রকার নিশ্চিত, সেটা ধরেই বিজেপি এজেন্টদের মনোবল বাড়াতে চাইছে । এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 50 হাজার ব্যাবধানে জয় পাওয়ানোর টার্গেট নিয়েছে তৃণমূল ৷ অন্যদিকে বিজেপিও চাইছে মুখ্যমন্ত্রী খুব কম মার্জিনে জয়লাভ করুন । কিন্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লিড নেন, তখন বিজেপির এজেন্টা গণনাকেন্দ্রে থেকে চলে গেলে তৃণমূল একচেটিয়া লিড পেতে পারে বলে আশঙ্কা বিজেপির ।

তাই বিজেপির রাজ্য নেতৃত্ব চাইছে, মাটি কামড়ে শেষ রাউন্ড পর্যন্ত যেন বিজেপি কর্মীরা গণনাকেন্দ্রেই থাকেন । কিন্ত শেষ পর্যন্ত এটা কতটা সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ভবানীপুরে আমরা জনতার উপর ভরসা রেখেছি । যে ক্ষমতা আমাদের ছিল তার উপর প্রচার করেছি । আমাদের প্রার্থীও অসাধারণ লড়েছেন । ভবানীপুরে ভাল ফল হবে বলে আমরা আশাবাদী ।" বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ জানান, 14টি টেবিলে গণনা হবে । বিজেপির মোট 80 জন এজেন্ট থাকবেন ।

পুজোর পরই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন । সেই চার কেন্দ্রের ভোট নিয়ে শনিবার রাজ্য দফতরে বৈঠক হয় বিজেপির । চার কেন্দ্রের প্রার্থীর জন্য কুড়িটি নাম জমা পড়েছে । সেখান থেকে বাছাই করে 12টি নাম রাজ্যের তরফে পাঠানো হবে দিল্লিতে । সেখান থেকে চারজন প্রার্থীর নাম চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । চার কেন্দ্রের উপনির্বাচন সঞ্চালনের জন্য সাংসদ, বিধায়ক ও দলের সাধারণ সম্পাদকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । শনিবার উপনির্বাচন নিয়ে বৈঠকে দিলীপ, শুভেন্দু, সুকান্তের পাশাপাশি অর্জুন সিং ও অমিতাভ চক্রবর্তীও ছিলেন । শনিবারের বৈঠক নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "প্রতি কেন্দ্র থেকে চার-পাঁচ জন করে নাম এসেছে । আমরা তিনটি করে নাম পাঠাব ৷"

আরও পড়ুন : Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.