ETV Bharat / city

Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

author img

By

Published : Oct 2, 2021, 7:52 PM IST

damayanti sen is in charge to secure law and order of bhabanipur during counting day of by-election
Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী

ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিন এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন ৷ উল্লেখ্য, পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর এই দময়ন্তীকেই গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর রবিবার সেই দময়ন্তীই সামলাবেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা !

কলকাতা, 2 অক্টোবর : ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচনের ফল ঘোষণার দিন এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন (Damayanti Sen) ৷ লালবাজার সূত্রে খবর, শনিবার দুপুরে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে এই সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র, নগরপাল (বিশেষ) দময়ন্তী সেন, যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার, গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা-সহ অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সব টাকা জলেই চলে যাচ্ছে, বন্যা পরির্দশনে গিয়ে মন্তব্য মমতার

এই বৈঠকে মূলত শহরের ঢোকা ও বেরোনোর পয়েন্টগুলিকে চিহ্নিত করা হয়েছে ৷ ওইসব জায়গায় বাড়তি নজরদারি থাকবে ৷ সেইসঙ্গে, বারুইপুর জেলা পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশ, ব্যারাকপুর সিটি পুলিশ এবং হাওড়া গ্রামীণ ও সিটি পুলিশের সঙ্গে যৌথভাবে এই পয়েন্টগুলিকে সিল করে দেওয়া হবে ৷ পাশাপাশি, শনিবার থেকেই শহরের একাধিক রাস্তায় চালানো হবে নাকাচেকিং ৷

লালবাজার সূত্রে খবর, রবিবার দক্ষিণ কলকাতার রাস্তায় মোট ছ’জন ডেপুটি কমিশনার পদের আধিকারিক থাকবেন ৷ মোতায়েন থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ৷ কোনও এলাকায় উত্তেজনা ছড়ালে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম এই বাহিনীর সদস্যরা ৷ সাদা পোশাকে ডিউটিতে থাকবেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ এমনকী, প্রয়োজনে নগরপাল ও নগরপাল (বিশেষ)কেও রাস্তায় নেমে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে ৷ এছাড়াও শহরের 25টি ট্রাফিক গার্ডের ওসিদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ রবিবার গোটা কলকাতার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার ৷

প্রসঙ্গত, রবিবার (3 অক্টোবর, 2021) ভবানীপুরের উপনির্বাচন-সহ রাজ্যের মোট তিনটি বিধানসভা কেন্দ্রের (জঙ্গিপুর ও সামশেরগঞ্জ) ফল ঘোষিত হবে ৷ যেহেতু ভবানীপুরে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee), তাই এই কেন্দ্রের ফলাফল নিয়ে সকলেরই আগ্রহ রয়েছে ৷ বস্তুত, গোটা দেশের নজর রয়েছে দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে ৷ এমন একটা গুরুত্বপূর্ণ দিনে এমন হাইপ্রোফাইল একটা জায়গায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দময়ন্তী সেনকে দেওয়ার মধ্যে আলাদা তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্রুত পৌরভোট করানোর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর কলকাতা পুলিশের তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তীর সঙ্গে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্যের ফারাক থেকে শুরু করে দময়ন্তীর বদলির স্মৃতি আজও টাটকা ৷ সেদিন যাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আজ সেই দময়ন্তীর কাঁধেই মমতার কেন্দ্রের সুরক্ষার দায়িত্ব ! এমন পট পরিবর্তনে প্রশ্ন উঠছে, তবে কি যোগ্যতা থাকা সত্ত্বেও ঠিক মতো কাজে লাগানো হচ্ছে না 1996 সালের আইপিএস ক্য়াডার দময়ন্তীকে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.