ETV Bharat / city

Bengal BJP : শহিদ সম্মান যাত্রার মাধ্যমে কর্মীদের মনোবল ফেরাতে চায় বঙ্গ-বিজেপি

author img

By

Published : Aug 18, 2021, 7:53 PM IST

bjp-protest-near-pakistan-embassy-over-vandalism-of-ranjit-singh-statue
BJP protest : লাহোরে মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙার প্রতিবাদে দিল্লিতে বিজেপির বিক্ষোভ

কর্মীদের মনোবল বাড়াতে শহিদ সম্মান যাত্রা করছে বিজেপি । কারণ, সামনেই বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে । পুজোর পরই রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 18 অগস্ট : 2021-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির । তার পর কর্মীদের মনোবল বাড়াতে শহিদ সম্মান যাত্রা করছে বিজেপি । এই কর্মসূচির মূল উদ্দেশ্য, জেলায় জেলায় দলের কর্মীদের উৎসাহ দেওয়া । কারণ, সামনেই বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে । পুজোর পরই রাজ্যের একাধিক পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে । দু’টি ক্ষেত্রেই তৃণমূলের সঙ্গে লড়াই করা বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ । দলের কাছে কর্মীরাই সম্পদ । তাই তাদের সামনে রেখেই বাজিমাত করতে চাইছে বিজেপি । এমনই জানা গিয়েছে গেরুয়া শিবির সূত্রে ৷

আরও পড়ুন : Sushmita Deb-TMC : সুস্মিতাকে সামনে রেখে অসম বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়তে প্রস্তুত তৃণমূল

বিজেপির সূত্রে খবর, চারজন কেন্দ্রীয় মন্ত্রী শহিদ সম্মান যাত্রা বের করলেও তাঁদের সকলকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে । কিন্তু জেলায় জেলায় এই কর্মসূচি বিজেপির বুথস্তরে কর্মীদের অনেকটাই অক্সিজেন দিচ্ছে । বিরোধী দলের ভূমিকায় থাকলেও বিজেপির দলীয় কর্মীরা তৃণমূলের ভয়ে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চাইছেন না । সেই দিকটাই বিশেষ নজর দিচ্ছে বিজেপি । ঘরমুখী বিজেপি কর্মীদের ময়দানে নামানোই একমাত্র লক্ষ্য এখন বঙ্গ-বিজেপি নেতৃত্বের ।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘দলীয় কর্মীরা তাঁদের কাছে সম্পদ । বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর তাঁদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে । তাঁদের চাঙ্গা করতেই আমাদের এই কর্মসূচি । আর এটা বোঝাতে চাই যে নেতৃত্ব সাধারণ দলীয় কর্মীদের পাশেই আছে । সেই বার্তা দিতেই শহিদ পরিবারের সঙ্গে দেখা করছি আমরা । আর শুধু শহিদ পরিবার নয় । সেই এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় চারজন মন্ত্রীই কথা বলবেন । তাঁদের সমস্যাগুলি আমরা লিপিবদ্ধও করছি ৷’’

আরও পড়ুন : Suvendu Adhikari : নিজের মামলার তদন্তে সিবিআই-কে চান শুভেন্দু, সরব রাজ্য

বিজেপি সূত্রের খবর, 2 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই বিজেপি কর্মীরা দলে দলে তৃণমূলে যোগদান করছে । প্রতিদিনই হাজার হাজার কর্মী বিজেপি থেকে ইস্তফা দিচ্ছে । এটা রুখতে চাইছে বিজেপি । ইতিমধ্যেই এই সমস্ত দলীয় কর্মীদের তালিকা তৈরি করছে । সেই তালিকা ধরে ধরে জেলায় জেলায় তাঁদের সঙ্গে জনসংযোগ করতে চাইছে বিজেপি । আর শহিদ সম্মান যাত্রার মাধ্যমে তাঁদের কাছে পৌচ্ছে যাচ্ছে বিজেপি নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.