ETV Bharat / city

Panchayat Elections: এগিয়ে আসতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

author img

By

Published : Aug 5, 2022, 5:14 PM IST

2023-এর মে মাসে পঞ্চায়েত নির্বাচন (Bengal Panchayat Elections) হওয়ার কথা ৷ কিন্তু সেই ভোটের প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Bengal Election Commission) ৷ সূত্রের খবর, পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে চাইছে রাজ্য ৷ ওই নির্বাচন হতে পারে আগামী ডিসেম্বরেই ৷

bengal-panchayat-elections-might-be-preponed
Panchayat Elections: এগিয়ে আসতে পারে পঞ্চায়েত নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

কলকাতা, 4 অগস্ট : রাজ্যে এগিয়ে আসতে পারে পঞ্চায়েত নির্বাচন (Bengal Panchayat Elections) । আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে শুরু হল প্রস্তুতি । জানা গিয়েছে যে রাজ্য নির্বাচন কমিশনের (Bengal Election Commission) পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে । আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্বিন্যাসের শেষ করতে হবে । পাশাপাশি 16 সেপ্টেম্বরে মধ্যে সংরক্ষিত আসন চিহ্নিত করার প্রক্রিয়াও শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ।

আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে জেলাশাসকদের নিয়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির কর্মশালার আয়োজন করা হয়েছে । কমিশনের তৎপরতা কেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা আগামী বছরের মে মাসে । তবে সূত্রের খবর, হয়তো এগিয়ে আনা হবে ভোট । এবছরের ডিসেম্বর মাসেই ভোট হওয়ার ইঙ্গিত মিলেছে । সেই কারণেই এই তৎপরতা বলে খবর ৷

2018 সালের তথ্য অনুসারে, রাজ্যে মোট 48 হাজার 636টি গ্রাম পঞ্চায়েত আসন রয়েছে । পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 9214 । জেলা পরিষদের আসন সংখ্যা মোট 825 । তবে দুর্গাপুর নগরনিগম এবং ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর, নলহাটি ও নদিয়ায় কুপার্স ক্যাম্প পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী 13 অগস্ট । এই কেন্দ্রগুলিতে নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কমিশন । শেষ হয়েছে আসন সংরক্ষণের কাজও ।

11 অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে । এরপর 1 সেপটেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে । আগামী নভেম্বরে এইসব পুরসভায় ভোট রয়েছে । মেয়াদ শেষ হওয়া কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও কার্শিয়াং পৌরসভার । তাই এই পৌরসভাগুলিতে একই সঙ্গে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : পঞ্চায়েত ভোট কি এগিয়ে আসছে ? সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরুর ইঙ্গিত নবান্নের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.