ETV Bharat / city

স্থানীয় পোলিং এজেন্টের নিয়ম ফেরানো হোক, সরব তৃণমূল

author img

By

Published : Mar 27, 2021, 6:15 PM IST

bring-back-the-rules-of-local-polling-agents-tmc-ask-to-ec
bring-back-the-rules-of-local-polling-agents-tmc-ask-to-ec

শনিবার সকালেই এই বিষয়ে প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের একটি দল ৷

কলকাতা, 27 মার্চ: ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট ওই বুথের বাসিন্দা না হলেও চলবে, নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম নিয়ে সবর তৃণমূল ৷ এদিন বিকেলে সাংবদিক সম্মেলনে করে এই প্রসঙ্গে নুতন করে প্রতিবাদ জানালেন সুব্রত মুখোপাধ্য়ায় ৷ সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়ন ও কুণাল ঘোষ ৷

আগে নিয়ম ছিল ভোটকেন্দ্রের পোলিং এজেন্টকে ওই বুথের বাসিন্দা হতে হবে ৷ কিন্তু বিধানসভা ভোটের আগে সেই নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপির সুপারিশেই নিয়মে বদল আনা হয়েছে ৷ শনিবার সকালেই এই বিষয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের একটি দল ৷ নেতৃত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁরা পুরনো নিয়ম ফেরানোর অনুরোধ জানান ৷

কমিশনে অভিযোগ জানাল তৃণমূল

আরও পড়ুন: "প্রথম দফাতেই বিজেপির দফারফা হবে", পিংলায় আত্মবিশ্বাসী মমতা

সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘বাইরে থেকে পোলিং এজেন্ট এলে পরিচয় নিয়ে সমস্যা হতে পারে ৷ সৌহর্দ্যের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে ৷’’ এই বিষয়ে কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হবে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান সুদীপবাবু ৷ এদিকে, একই বিষয়ে বিকেলে সাংবাদিক সম্মেলনে ক্ষোভপ্রকাশ করলেন সুব্রত মুখোপাধ্য়ায় ৷ সুব্রতবাবুর অভিযোগ, বিজেপির জনসমর্থন নেই রাজ্যে ৷ সব বিধানসভার সমস্ত বুথে পোলিং এজেন্ট দিতে পারছে না ৷ এই কারণে বাইরে থেকে পোলিং এজেন্ট আনবে বলে কমিশনকে দিয়ে নতুন নিয়মে আনিয়েছে ৷

এই বিষয়ে যৌথ প্রতিবাদের বিজেপি ছাড়া বাকি দলগুলিকে নিয়ে তৃণমূল বৈঠক করবে বলেও জানান সুব্রত মুখোপাধ্য়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.