ETV Bharat / city

Mukul Roy MLA Disqualification : সুপ্রিম-সময়সীমাতেই ঠিক হবে মুকুলের বিধায়ক-ভাগ্য, জানালেন বিমান

author img

By

Published : Jan 19, 2022, 8:05 PM IST

bengal assembly speaker says decision on mukul roy ends within timeframe set by sc
Mukul Roy MLA Disqualification : সুপ্রিম-সময়সীমাতেই ঠিক হবে মুকুলের বিধায়ক-ভাগ্য, জানালেন বিমান

বুধবার বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের অভিযোগ নিয়ে শুনানি হয় (Mukul Roy MLA Disqualification) ৷ মুকুল পক্ষের সওয়াল এদিন শেষ হয়েছে ৷ আগামী 28 জানুয়ারি জবাব দেবে বিজেপি ৷

কলকাতা, 19 জানুয়ারি : মুকুল রায়ের বিধায়ক-ভাগ্যের নিষ্পত্তি কি খুব শীঘ্রই হতে চলেছে ? বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের মন্তব্যে এই প্রশ্নের ইতিবাচক ইঙ্গিত মিলেছে ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই বিষয়টির নিষ্পত্তি করতে চান (bengal assembly speaker says decision on mukul roy ends within timeframe set by sc) ৷

সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া খবর অনুযায়ী, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুকুলের বিধায়ক পদ খারিজের অভিযোগ নিয়ে শুনানি হয় ৷ মুকুল রায়ের পক্ষের বক্তব্য পেশ এদিনই সমাপ্ত হয় ৷ পরবর্তী শুনানি আগামী 28 জানুয়ারি ৷

পরে সংবাদ সংস্থার কাছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আগামিকালও শুনানি করতে চেয়েছিলেন ৷ কিন্তু বিজেপির আইনজীবীর তরফে 28 জানুয়ারি পরবর্তী শুনানির দিন হিসেবে চাওয়া হয় ৷ তাই তিনি আগামী 28 জানুয়ারি এই বিষয়ে পরবর্তী শুনানি করবেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে জেতেন ৷ কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে ৷

দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) অনুযায়ী, তাঁর বিধায়ক পদ খারিজ হওয়ার কথা ৷ কিন্তু আইনে সিদ্ধান্তের ভার অধ্যক্ষের হাতে ছাড়া হয়েছে ৷ তাই বিজেপির তরফে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হয় ৷ শুনানিও শুরু হয় ৷ অন্যদিকে আদালতের দ্বারস্থ হয় বিজেপি ৷

  • We'll abide by order of the Supreme Court and within a due course of time, the order on Mukul Roy will be out. Hearing took place today. I wanted to continue it tomorrow as well but the lawyer asked for the date of Jan 28: West Bengal Assembly Speaker Biman Banerjee

    (File pic) pic.twitter.com/miabhOFSvk

    — ANI (@ANI) January 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে মুকুলের বিধায়ক-ভাগ্য নির্ধারণের নির্দেশ দেয় অধ্যক্ষকে ৷ তার বিরুদ্ধে অধ্যক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ গত সোমবার সেই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত আশা প্রকাশ করে যে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মুকুল রায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Mukul Roy MLA Disqualification : মুকুলের বিধায়ক পদ খারিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ, আশা আদালতের

তার পর আজ শুনানি হয় ৷ এখন দেখার আগামী 28 জানুয়ারির শুনানিতে বিজেপির পক্ষ থেকে কী উত্তর দেওয়া হয় ! আর তার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.