ETV Bharat / city

Babul thanks Mamata: তৃণমূলের জাতীয় মুখপাত্র বাবুল, নয়া দায়িত্ব পেয়ে ধন্যবাদ মমতাকে

author img

By

Published : Jul 10, 2022, 3:32 PM IST

তৃণমূলের জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় (Babul thanks Mamata)৷ তিনি ছাড়াও কীর্তি আজাদ ও মুকুল সাংমাকেও এই দায়িত্ব দেওয়া হয়েছে (TMC national spokesperson)৷ নয়া দায়িত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাবুল ৷

Babul Supriyo thanks Mamata Banerjee after getting responsibilities of TMC national spokesperson
তৃণমূলের জাতীয় মুখপাত্র বাবুল, নয়া দায়িত্ব পেয়ে ধন্যবাদ মমতাকে

কলকাতা, 10 জুলাই: তৃণমূলে আরও দায়িত্ব বাড়ল বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র (Babul thanks Mamata)। এ বার থেকে দলের জাতীয় মুখপাত্র হিসেবে দেখা যাবে তাঁকে (TMC national spokesperson)। বাবুল ছাড়াও এই পদের দায়িত্ব পেয়েছেন মেঘালয়ের দায়িত্বে থাকা মুকুল সাংমা (Mukul Sangma) ও প্রাক্তন বিজেপি সাংসদ-ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)।

2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট মেটার কয়েক মাসের মধ্যেই, গত 18 সেপ্টেম্বর আচমকাই তৃণমূলে যোগ দিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা মোদি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি । তারপর তাঁকে দেখা যায় বালিগঞ্জের বিধায়ক পদের জন্য লড়তে । বালিগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন বাবুল সুপ্রিয় । এখনও কোনও মন্ত্রীত্ব পাননি ৷ তবে তৃণমূলের জাতীয় মুখপাত্রের মতো গুরুদায়িত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে ৷

নয়া দায়িত্ব পেয়েই বাবুল সুপ্রিয় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''আমার আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তৃণমূলের জাতীয় মুখপাত্রদের অসাধারণ দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য । আমার উপর যে দায়িত্ব দেওয়া হল, তা পালন করার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ।''

Babul Supriyo thanks Mamata Banerjee after getting responsibilities of TMC national spokesperson
বাবুলের টুইট

আরও পড়ুন: বিধানসভায় প্রথম বক্তৃতা শেষে অধ্যক্ষ-বিধায়কদের গানের আবদার মেটালেন বাবুল

শুধুমাত্র আঞ্চলিক দল হিসেবেই নয়, জাতীয় ক্ষেত্রে দলকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে যে মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর, তা স্পষ্ট নয়া এই সিদ্ধান্তে ৷ যাঁদের দলের জাতীয় মুখপাত্রের দায়িত্বে আনা হল, তাঁদের মধ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অপরজন প্রায় 7 বছর ছিলেন কেন্দ্রের মন্ত্রী ৷ কাজেই তাঁদের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে আসবে বলে মনে করা হচ্ছে ৷ তাঁদের আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল গোয়া থেকে তৃণমূলে যোগ দেওয়া লুইজিনহো ফালেইরো ও অসমের নেত্রী সুস্মিতা দেবকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.