ETV Bharat / city

Mysterious Death: বালিগঞ্জের সেনা শিবিরে রহস্য মৃত্যু জওয়ানের, জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ

author img

By

Published : Oct 16, 2021, 12:06 PM IST

Updated : Oct 16, 2021, 12:16 PM IST

army jawans hanging body found in ballygunje camp
রহস্য মৃত্যু জওয়ানের

মৃত জওয়ানের নাম অশোক গড়াকর । বয়স 36 বছর । আদতে ছত্রিশগড়ের বাসিন্দা তিনি । এর আগে উত্তরবঙ্গে মোতায়েন ছিলেন । গত 5 অক্টোবর সেখান থেকে কলকাতায় আসেন ।

কলকাতা, 16 অক্টোবর: গভীর রাতে বালিগঞ্জ ময়দান সেনা শিবিরে জওয়ানের রহস্য মৃত্যু । একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয় । মৃত জওয়ানের পকেট থেকে একটি সুইসাই নোট উদ্ধার হয়েছে । তবে তিনি আত্মহত্যাই করেছেন, না কি এর পিছনে অন্য রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ।

মৃত জওয়ানের নাম অশোক গড়াকর । বয়স 36 বছর । আদতে ছত্রিশগড়ের বাসিন্দা তিনি । এর আগে উত্তরবঙ্গে মোতায়েন ছিলেন । গত 5 অক্টোবর সেখান থেকে কলকাতায় মোতায়েন হয়ে আসেন । শুক্রবার অন্যত্র রিপোর্ট করার কথা ছিল তাঁর । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, কাজে যোগ দেননি তিনি ।

বিষয়টি জানাজানি হতেই অশোকের খোঁজ পড়ে যায় । মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় প্রথমে । কিন্তু লাভ হয়নি । এর পর খোঁজাখুঁজি শুরু হলে, বালিগঞ্জ থানার অন্তর্গত সেনা শিবিরে সংলগ্ন জঙ্গলে গাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যান্য জওয়ানরা ।

আরও পড়ুন: Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ গলায় তার জড়ানো অবস্থায় উদ্ধার করা হয় অশোককে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বালিগঞ্জ থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দারা । অশোকের পকেট থেকে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে । পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও । প্রাথমিক তদন্তে অশোক আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশের । তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

Last Updated :Oct 16, 2021, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.