ETV Bharat / city

Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

author img

By

Published : Oct 8, 2021, 8:08 PM IST

নয় বছর আগের খুনের মামলায় দোষী সাব্যস্ত 2 আসামীকে যাবজ্জীবন সাজা দিল আসানসোল আদালত ৷ বারাবণীর এক পোস্টমাস্টারকে খুনের অভিযোগে হরি পাসওয়ান এবং অভয় গোস্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক ৷

Two Convicted Defendant Sentenced to Life Imprisonment for Postmaster Murder Case in Asansol
আসানসোলে পোষ্টমাস্টারকে খুনের ঘটনায় 2 দোষী সাব্যস্তের যাবজ্জীবন কারাদণ্ড

আসানসোল, 8 অক্টোবর : বারাবণীর কেলেজোড়া পোস্ট অফিসের পোস্টমাস্টারকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আসানসোল আদালতের বিচারক সাকেতকুমার ঝা ৷ প্রায় সাড়ে ন’বছর পর অভিযুক্তদের সাজা ঘোষণা হল ৷ এতদিন অভিযুক্তদের শুনানি চলছিল ৷ সাজাপ্রাপ্ত আসামীদের নাম হরি পাসওয়ান এবং অভয় গোস্বামী ৷ একাধিক অপরাধে জড়িত থাকায় আসামীদের জরিমানাও করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রায় 9 বছর আগে আসানসোল উত্তর থানার রামকৃষ্ণ ডাঙাল এলাকার বাসিন্দা সুশীলকুমার যাদবের সঙ্গে প্রতিবেশী হরি পাসওয়ানের তর্কাতর্কি হয় ৷ অভিযোগ ছিল, পোস্টঅফিসে যাওয়ার সময় হরি ও তার সঙ্গী অভয় সুশীল যাদবকে গুলি করে হত্যা করে ৷ এই ঘটনার পর সুশীলের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ হরি পাসওয়ান ও অভয় গোস্বামীকে গ্রেফতার করে ৷ প্রায় 4 দিন গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা ৷ গ্রেফতারের পর থেকে টানা তদন্ত চলতে থাকে ৷ পুলিশ চার্জশিট পেশ করার পর 18 জনের সাক্ষ্যগ্রহণ করা হয় ৷

আরও পড়ুন : Islampur Murder: ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত তৃণমূল নেতা

এ দিন আসানসোল আদালতের বিচারক দুই আসামীকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন ৷ সেই সঙ্গে 5 হাজার টাকার জরিমানা করা হয়েছে দুই আসামীকে ৷ অনাদায়ে আরও 2 মাসের জেল ৷ এছাড়াও, 27 নং ধারায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আরও 1 হাজার টাকা জরিমানা করেন বিচারক ৷ অনাদায়ে আরও 1 মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

আরও পড়ুন : Jalpaiguri Murder: জলপাইগুড়িতে চা বাগানের নর্দমা থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.