ETV Bharat / city

রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে মাঝরাস্তায় নামিয়ে দিল অ্যাম্বুলেন্স চালক !

author img

By

Published : Dec 15, 2020, 9:06 PM IST

Updated : Dec 15, 2020, 10:03 PM IST

গত মঙ্গলবার কোরোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ দে । রিপোর্ট নেগেটিভ আসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাঁকে । অভিযোগ, বাড়ি ফেরার সময় পাম অ্যাভিনিউর বাড়িতে না নামিয়ে বালিগঞ্জ ফাঁড়িতে 80 বছরের অসুস্থ প্রাক্তন মন্ত্রীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেন চালক ।

Partha Dey
ছবি

কলকাতা, 15 ডিসেম্বর : রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে'কে অসুস্থ অবস্থায় মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে । এই অমানবিক আচরণের তীব্র নিন্দা করেছেন পার্থবাবুর স্ত্রী চিন্ময়ী দে ।

গত মঙ্গলবার কোরোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ দে । রিপোর্ট নেগেটিভ আসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাঁকে । বাড়ি ফেরার সময় পাম অ্যাভিনিউর বাড়িতে না নামিয়ে বালিগঞ্জ ফাঁড়িতে 80 বছরের অসুস্থ প্রাক্তন মন্ত্রীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেন চালক । বালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটে পার্থবাবু বাড়িতে ফেরেন ।

প্রাক্তন মন্ত্রীর স্ত্রী চিন্ময়ী দে বলেন, “চালক ওঁকে বলেন, এখান থেকে আপনি হেঁটে বাড়ি চলে যান ।” হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 80 বছরের সদ্য কোরোনামুক্ত রোগী হেঁটে হেঁটেই বাড়িতে ফিরলেন । রাস্তায় পড়ে যদি হৃদরোগ বা কোনও দুর্ঘটনা ঘটত তবে কী হতে পারত, তা ভেবেই হতবাক রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবার।

একদা রাজ্যের স্কুল শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি । চিরকালই প্রচার বিমুখ । অ্যাম্বুলেন্সের চালককে একটিবারের জন্যও বলেননি তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন । চিন্ময়ী দে বলেন, "রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে রোজ কত কাণ্ড ঘটছে, মানুষের সঙ্গে কী কী অমানবিক আচরণ ঘটছে তা সহজেই অনুমান করা যায় । এমন ঘটনা যেন আর না ঘটে । সকলেই মানুষ।"

আরও পড়ুন : কোরোনাকে হার মানিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 100 ছুঁইছুঁই বৃদ্ধা

সুস্থ হওয়ার পর আইডি হাসপাতাল থেকেই প্রাক্তন মন্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । হাসপাতালের তরফেই জানিয়ে দেয় অ্যাম্বুলেন্সে করে প্রাক্তন মন্ত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, প্রথমে হাসপাতাল থেকে পার্থবাবুকে একটি অ্যাম্বুলেন্সে উঠতে বলা হয় ‌। সেই অ্যাম্বুলেন্সটি আর জি কর হাসপাতালে যাবে । অ্যাম্বুলেন্সের চালককে সঙ্গে সঙ্গে পার্থবাবু বলেন তিনি বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ে যাবেন । হাসপাতাল থেকে ছুটি হয়ে যাওয়ার পরও প্রায় ঘণ্টা দুয়েক বসিয়ে রাখা হয় পার্থবাবুকে । এরপর অন্য একটি অ্যাম্বুলেন্সে আরও দুজন রোগীর সঙ্গে তাঁকে বসতে বলা হয় । বালিগঞ্জে সরাসরি না গিয়ে অ্যাম্বুলেন্সটি সল্টলেক চত্বরে বেশ কিছুক্ষণ চক্কর কাটে । তারপর বালিগঞ্জে আসে । পার্থবাবু অ্যাম্বুলেন্স চালককে বারবার অনুরোধ করেন, পাম অ্যাভিনিউয়ে যেতে চান । প্রাক্তন মন্ত্রীর কথায় কর্ণপাত করেনি অ্যাম্বুলেন্স চালক । বালিগঞ্জ ফাঁড়ির কাছে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় পার্থবাবুকে । নিজের পরিচয় প্রকাশ করেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী । কেবল চশমা আর মোবাইল ফোন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন পার্থ দে । স্বাস্থ্য দপ্তর এবং বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Last Updated : Dec 15, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.