ETV Bharat / city

RSS Unit Closed : বাংলায় বন্ধের মুখে আরএসএসের 1 হাজার শাখা, রিপোর্ট চায় নাগপুর

author img

By

Published : Feb 17, 2022, 9:37 PM IST

almost-one-thousand-rss-unit-almost-closed-after-bengal-assembly-poll
RSS Unit Closed : বাংলায় বন্ধ আরএসএসের 1 হাজার শাখা, রিপোর্ট চায় নাগপুর

পশ্চিমবঙ্গে আরএসএসের (RSS) এক হাজার শাখা প্রায় বন্ধের মুখে । এই নিয়ে নাগপুরের তরফে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের (RSS Chief Mohan Bhagwat) কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ আরএসএস সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি : 2019-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (Rashtriya Swayamsevak Sangh) শাখা ছিল প্রায় 2 হাজার 300 । আর 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়লাভের পর থেকে রাজ্যে আরএসএসের 1 হাজার শাখা প্রায় বন্ধের মুখে (Almost one thousand RSS unit closed after Bengal Assembly Poll) । আরএসএসের একটি সূত্রের দাবি, এই রকম একটি গোপন রিপোর্ট জমা পড়েছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের কাছে (RSS Chief Mohan Bhagwat) ।

আরএসএস (RSS) ওই সূত্র জানিয়েছে, এই শাখাগুলি থেকে সারাবছরই বিভিন্ন সামাজিক কাজ করে সঙ্ঘ । কিন্ত তৃণমূলের চাপেই শাখাগুলি কাজকর্ম ঠিক ভাবে করা যাচ্ছে না । সেই শাখাগুলির তালিকাও ইতিমধ্যে তৈরি হয়েছে ৷ কিন্তু সত্যিই তৃণমূলের চাপে সেগুলি বন্ধের মুখে ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে ? তা জানতে চায় আরএসএস ৷ তাই নাগপুরে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের কাছে রিপোর্ট পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

সম্প্রতি 9 দিনের সফরে বাংলায় আসেন মোহন ভাগবত । দক্ষিণবঙ্গে প্রশিক্ষণ শিবির অংশ নেন৷ এছাড়াও দক্ষিণবঙ্গে বর্ধমান-সহ একাধিক জায়গায় বৈঠক করেন মোহন ভাগবত । মূলত, আরএসএসের সমস্ত প্রান্ত প্রচারক ও ক্ষেত্রীয় প্রচারকদের নিয়ে বৈঠক করেন তিনি । সূত্রের খবর, সেই বৈঠকে বাংলার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় । আগামিদিনে রাজ্যে আরএসএসের সংগঠন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে ।

বাংলায় আরএসএসের এক প্রচারক বলেন, "প্রথমে বিধানসভা, পরে কলকাতা পৌরনিগম-সহ রাজ্যের একাধিক পৌরনিগমে বিজেপির ভরাডুবি ঘটছে । তৃণমূলের সংগঠনের চাপেই আরএসএসের শাখাগুলির কাজ করা যাচ্ছে না । কারণ, এই শাখাগুলি থেকে শিক্ষা, স্বাস্ব্য, সংস্কৃতিক কাজ করা হয় । কিন্ত কিছুই হচ্ছে না ৷ তবে এই বিষয়ে নাগপুর সবই জানানো হয়েছে ।’’

আরও পড়ুন : Mohan Bhagwat Message on R-Day : বিশ্বে শান্তি ও সৌভাতৃত্বের বার্তা বরাবর দেয় ভারত, মন্তব্য মোহন ভাগবতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.