ETV Bharat / bharat

Mohan Bhagwat Message on R-Day : বিশ্বে শান্তি ও সৌভাতৃত্বের বার্তা বরাবর দেয় ভারত, মন্তব্য মোহন ভাগবতের

author img

By

Published : Jan 26, 2022, 9:55 PM IST

rss-chief-mohan-bhagwat-says-india-spreads-message-of-brotherhood-peace-across-world
Mohan Bhagwat Message on R-Day : বিশ্বে শান্তি ও সৌভাতৃত্বের বার্তা বরাবর দেয় ভারত, মন্তব্য মোহন ভাগবতের

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) এখন ত্রিপুরায় রয়েছেন ৷ চারদিনের সফরে গত 24 জানুয়ারি তিনি সেখানে গিয়েছেন ৷ সেখানে বুধবার তিনি এই কথা বলেন ৷

আগরতলা, 26 জানুয়ারি : সারা বিশ্বের কাছে ভারত সৌভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বরাবর ছড়িয়ে দেয় ৷ কারণ, ভারত শান্তিপ্রিয় দেশ ৷ বুধবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) ৷ আরএসএস-এর (Rashtriya Swayamsevak Sangh) সরসংঘচালক এখন ত্রিপুরায় রয়েছেন ৷ চারদিনের সফরে গত 24 জানুয়ারি তিনি সেখানে গিয়েছেন ৷

ভারতের পতাকার শীর্ষে থাকা গেরুয়া রং নিয়ে তাঁর মন্তব্য, এই রং সাহস, ত্যাগ এবং উদ্যমের প্রতীক ৷ প্রাচীনকালে ভারতীয় রাজা ও পরে স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও দর্শনে এই বিষয়টি বারবার লক্ষ্য করা গিয়েছে ৷

বুধবার আগরতলার খয়েরপুর সেবা ধামে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেন মোহন ভাগবত ৷ সেখানে তিনি উল্লেখ করেন, জাতীয় পতাকার সবুজ রং প্রগতির প্রতীক ৷ তিনি বলেন, প্রাচীন যুগ থেকেই ভারত আধ্যাত্মিক দেশ বলে পরিচিত ৷ পতাকার মাঝে যে ধর্মচক্র থাকে, তা ভারতবাসীর সামাজিক ও সাংস্কৃতিক অভ্যাসের প্রতিফলন ৷’’

ওই অনুষ্ঠানে উপস্থিত আরএসএসের (RSS) স্বয়ংসেবকদের উদ্দেশ্যে তিনি জানান, প্রাচীনকাল থেকেই ভারতের গণরাজ্যগুলিতে গণতন্ত্রের ধারা অনুসরণ করা হত ৷ বর্তমান ভারত সেই ধারাকেই বহন করে নিয়ে চলেছে ৷

আরও পড়ুন : Ashok Chakra to Babu Ram: ভূস্বর্গের এএসআই বাবু রামকে মরণোত্তর অশোক চক্র প্রদান রাষ্ট্রপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.