ETV Bharat / city

Covid Booster Dose : প্রথম দিন কলকাতায় 3971 জনকে করোনা টিকার বুস্টার ডোজ

author img

By

Published : Jan 10, 2022, 7:26 PM IST

সারা দেশের সঙ্গে কলকাতায় আজ, সোমবার থেকে শুরু হল করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কাজ (Covid Booster Dose) ৷ প্রথম দিন 3971 জন বুস্টার ডোজ নিয়েছেন ৷

almost four thousand people take covid booster dose first day in kolkata
Covid Booster Dose : প্রথম দিন কলকাতায় 3971 জনকে করোনার টিকার বুস্টার ডোজ

কলকাতা, 10 জানুয়ারি : সারা দেশের সঙ্গে কলকাতায় সোমবার থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ (Covid Booster Dose) দেওয়ার কাজ । প্রথম দিনে শহরে 3971 জন এই বুস্টার ডোজ নিলেন (almost four thousand people take covid booster dose first day in kolkata) । কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ একথা জানান ।

এই ডোজ মূলত যাঁরা ষাটোর্ধ্ব, কোমর্বিডিটি আছে এমন ব্যাক্তিদের দেওয়া হচ্ছে ৷ তাছাড়া এই ডোজের আওতায় রয়েছেন প্রথমসারির যোদ্ধা - যেমন পৌরকর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা ৷ করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 9 মাস অতিক্রান্ত হয়েছে, এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে ।

অন্যদিকে কলকাতায় 15 থেকে 18 বছর বয়সী টিকা নিয়েছে এখন পর্যন্ত সংখ্যা 41244 । শিয়ালদহ স্টেশন, বাবুঘাটে দু’টি শিবিরে গঙ্গাসাগর যাত্রীদের করোনা পরীক্ষা কেন্দ্রে 35 জন পজিটিভ হয়েছেন । তিন শিবিরে 24 জন হোম আইসোলেশনে রয়েছেন । 11 জনকে সেফ হোমে পাঠিয়েছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন : Guideline for Home Isolation : কমল হোম আইসোলেশনে থাকার দিন, নতুন নির্দেশিকা রাজ্যের

8, 9 ও 10 নম্বর এই 3টি বরো এলাকায় করোনা সংক্রমণ ভালমাত্রায় হয়েছে । অতীন ঘোষ জানান, শহরে এখন পর্যন্ত বহুতলগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি । বস্তি এলাকা তেমন ভাবে সংক্রমণের থাবা পড়েনি । কারণ, সেফ হোমগুলো খালি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.