ETV Bharat / city

AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

author img

By

Published : May 30, 2022, 3:41 PM IST

aitc-supports-abhishek-banerjee-on-his-remarks-about-judiciary
AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করে আদালতের অবমাননা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC All India General Secretary Abhishek Banerjee), এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল (AITC Supports Abhishek Banerjee on his Remarks about Judiciary) ৷ দলের সর্বভারতীয় সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় ৷

কলকাতা, 30 মে : একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, শনিবার তখন প্রকাশ্য জনসভা থেকে বিচার বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC All India General Secretary Abhishek Banerjee) ।

এরপর থেকেই এই বিষয়টি আলোচনায় রয়েছে । বিশেষ করে রাজ্যপাল জাগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) আবার এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় বিষয়টি নতুন মাত্রা পায় ৷ তবে সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে একটা আবেদন জানান আইনজীবীরা ৷ যেখানে তাঁরা অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য মূলত বিচার বিভাগের উপর অনাস্থার প্রকাশ । এই অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে কোনও পদক্ষেপ করবে না ? সোমবার এই মামলার শুনানি হয় ৷ তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ এই মামলা খারিজ করে দেন ৷

কিন্তু তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । এ প্রসঙ্গে রাজ্যে অর্থমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য (AITC All India Vice President Chandrima Bhattacharjee) বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও আইনজীবীর দেওয়া রায়ের বিরোধিতা করেননি । তিনি সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন ।’’

aitc-supports-abhishek-banerjee-on-his-remarks-about-judiciary
তৃণমূলের সাংবাদিক বৈঠক

চন্দ্রিমার মত, ‘‘বিচার ব্যবস্থা নিয়ে যে কেউ কথা বলতে পারেন । বিচার শুধু করলেই হয় না । সাধারণ মানুষ বিচার পাচ্ছেন কি না সেটাও দেখতে হয় ।’’ এদিন অভিষেকের বিরুদ্ধে আদালতের স্বতঃপ্রণোদিত মামলা প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘অবমাননা হয়েছে কি না সেটা হাইকোর্টের ব্যাপার ৷ তারা কী করবে, সেটা তারাই বুঝবে ।’’ পরে অবশ্য মামলাই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷

প্রসঙ্গত, গত শনিবার হলদিয়ায় প্রকাশ্য শ্রমিক সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা সম্পর্কে সমালোচনা করে বলেছিলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন, যাঁরা যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন । কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে মার্ডার কেসে স্টে (স্থগিতাদেশ) দিয়ে দিচ্ছেন ৷ ভাবতে পারেন !’’ সেদিন তিনি আরও বলেন, ‘‘আপনি অভিযুক্তকে স্টে দিতে পারেন ৷ কিন্তু মামলায় স্টে দিতে পারেন না ।’’

এদিকে অভিষেকের এই বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । নাম না করে তিনি বলেছিলেন, ‘‘একজন সাংসদ যাবতীয় সীমা লঙ্ঘন করে গিয়েছেন ।’’ এই সীমারেখা বিতর্কের জবাব দিতে গিয়ে পালটা টুইট করেন অভিষেক । সেখানে তিনি রাজ্যপালের উদ্দেশ্যে লেখেন, ‘‘আমি সব সময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাস করি ৷ গতকাল আমি বলেছিলাম কীভাবে কলকাতা হাইকোর্টের এক শতাংশ বিচারপতি, কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করার জন্য কেন্দ্রের সঙ্গে যোগসাজশ রেখে চলছেন ৷ মানুষ সবই দেখছেন ৷ তাঁরা জানেন প্রকৃত সীমাকে লঙ্ঘন করছেন ।’’

আরও পড়ুন : Case file in name of Abhishek : বিচারব্যবস্থাকে নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.