ETV Bharat / city

Abhishek Banerjee মধ্যরাতের স্বাধীনতা উদযাপনে রাত 12টায় ফেসবুক লাইভ অভিষেকের

author img

By

Published : Aug 14, 2022, 5:33 PM IST

Abhishek Banerjee to address people of India on Independence Day at midnight
মধ্যরাতের স্বাধীনতা উদযাপনে রাত 12টায় ফেসবুক লাইভ অভিষেকের

মধ্যরাতের স্বাধীনতা উদযাপনে (Independence Day 2022) রাত 12টায় ফেসবুক লাইভ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবল বৃষ্টির মধ্যেই এ দিন বিকেল থেকে তৃণমূলের বেশকিছু কর্মসূচি রয়েছে ।

কলকাতা, 14 অগস্ট: একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দলের প্রাক্তন মহাসচিব জেলবন্দি । সিবিআই হেফাজতে রয়েছেন দলের আরেক হেভিওয়েট নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এই অবস্থায় মধ্যরাত্রে স্বাধীনতা দিবস পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । প্রবল বৃষ্টির মধ্যেই এ দিন বিকেল থেকে দলের কর্মসূচি রয়েছে । এরমধ্যে কয়েকটিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিন স্বাধীনতা দিবসের (Independence Day 2022) অনুষ্ঠানে তাঁর বেহালায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে । একইভাবে যোগ দেবেন রাতে মিলন সংঘের অনুষ্ঠানেও । এ সবের মধ্যেই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মধ্যরাত্রে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি টুইট বার্তায় অভিষেক লেখেন, "ভারত, আমাদের গর্ব ! ভারত, আমাদের শক্তি ! ভারত, আমাদের মাতৃভূমি ! আমাদের দেশের গৌরবের জন্য, আমরা ভারতীয়রা দুর্দান্ত মাইলফলক অর্জন করব । আমাদের দেশের উন্নতির জন্য, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব । আমরা, ভারতবাসী । মাতৃভূমির প্রতি আমাদের ভক্তি সকলকে ছাড়িয়ে যায় । আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারকে সবার আগে রাখি । আসুন আমরা সবাই ভারতের জন্য আমাদের ভাবধারা আদান-প্রদান করি ।" এ দিন দেশাত্মবোধের এই ভাবনাকে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুন: দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, স্বাধীনতার 75 বছরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার

এখন প্রশ্ন হল রাত বারোটায় কী বলবেন অভিষেক ? দলের একের পর এক নেতা নাম জড়াচ্ছে, তখন মধ্যরাত্রের বক্তব্যে আগামী দিনে তৃণমূল কোন পথে চলবে, কেমন হবে, সে বিষয়ে বার্তা দিতে পারেন । একই সঙ্গে দলের জন্য নতুন জনসংযোগ কর্মসূচিও রাতের এই বক্তব্য থেকে ঘোষণা করতে পারেন । এখন তিনি কী বলেন সে দিকে নজর গোটা রাজ্যের । প্রথমে পার্থ, তারপর অনুব্রত - দলের দুই প্রথম সারির নেতার গ্রেফতারি যখন তৃণমূলের ভাবমূর্তিকে তলানিতে পৌঁছে দিয়েছে, তখন ঠিক কীভাবে ক্রাইসিস ম্যানেজার হিসেবে উপস্থিত হন দলের শীর্ষ নেতৃত্ব, সেদিকে চোখ রয়েছে গোটা রাজ্যের । এখন দেখার রাতের সেই ভাষণ থেকে শেষ পর্যন্ত কী বলেন অভিষেক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.