ETV Bharat / city

ভোটের সময় রাজনৈতিক দলগুলির কাছে একগুচ্ছ দাবি ট্রান্সজেন্ডারদের

author img

By

Published : Mar 27, 2021, 9:12 PM IST

a-bunch-of-demands-from-transgender-people-to-political-parties
a-bunch-of-demands-from-transgender-people-to-political-parties

সাংবদিক সম্মেলনে দাবি করা হয়, শিক্ষা থেকে কর্মসংস্থান সব ক্ষেত্রে রূপান্তরকামীদের সংরক্ষণ দিতে হবে ৷

কলকাতা, 27 মার্চ: নির্বাচনের আগে এবার নিজেদের দাবি তুলে ধরেলেন ট্রান্সজেন্ডাররা । শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন তাঁরা ৷ যেখানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যৌন সম্প্রদায়ের 21 টি সংগঠনের সদস্যরা । তাঁদের অভিযোগ, এত বছর ধরে এতগুলো নির্বাচনের পরেও ট্রান্সজেন্ডারদের মৌলিক অধিকার দেওয়া হল না ! আজও ট্রান্সজেন্ডারদের সমাজ থেকে অনেকটা আলাদা করে রাখা হয় ৷ এটা দুর্ভাগ্যজনক ৷

একগুচ্ছ দাবি করলেন ট্রান্সজেন্ডাররা

এদিনের সাংবদিক সম্মেলনে দাবি করা হয়, শিক্ষা থেকে কর্মসংস্থান সব ক্ষেত্রে রূপান্তরকামীদের সংরক্ষণ দিতে হবে ৷ সরকারি নথিতে নারী, পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডার জন্য একটি আলাদা জায়গা রাখতে হবে । পাশাপাশি স্কুল-কলেজের মতো শিক্ষাক্ষেত্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিতে হবে ৷ তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করতে হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে । বাবা-মায়ের মৃত্যুর পর কেন পৈত্রিক সম্পত্তিতে ট্রান্সজেন্ডারদের অধিকার থাকবে না ? সেই প্রশ্নও তোলা হয় এদিন ৷

আরও পড়ুন: পাননি প্রশাসনিক সাহায্য, দুর্দশায় রূপান্তরকামীদের একাংশ

ট্রান্সজেন্ডার জন্য কাজ করা একটি প্রতিষ্ঠানের সদস্য তিস্তা বলেন, শিক্ষাক্ষেত্রে মৌলিক অধিকার দিতে হবে অপর লিঙ্গের মানুষকে ৷ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা জরুরি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.