ETV Bharat / city

PTS থেকে বদলি আরও 25 পুলিশকর্মী, বাড়ছে ক্ষোভ

author img

By

Published : Jun 20, 2020, 7:34 AM IST

DC কমব‍্যাটকে নিগ্রহ এবং বিক্ষোভে যুক্ত কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের আরও 25 কর্মীকে বদলি করা হল । কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনে তাঁদের বদলি করা হয়েছে ।

ছবি
ছবি

কলকাতা, 20 জুন : কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের আরও 25 জন কর্মীকে বদলি করা হল । তবে এবার আর কোনও জেলায় নয় । কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনে তাঁদের বদলি করা হয়েছে । তালিকায় রয়েছেন 16 জন কমব্যাট ফোর্সের জওয়ান । বাকিরা DMG-র কনস্টেবল । DC কমব‍্যাটকে নিগ্রহ এবং বিক্ষোভের ঘটনায় যুক্ত ছিলেন তাঁরাও । সেই সূত্রেই তাঁদের বদলি বলে মনে করা হচ্ছে । ঘটনায় ক্ষোভ বেড়েছে পুলিশকর্মীদের মধ্যে।


তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুলিশের এস্টাবলিশমেন্ট সংক্রান্ত আইনে কিছু পরিবর্তন আনা হয় । তখনই ঠিক হয় কলকাতা পুলিশের যে কোনও কর্মীকে জেলায় বদলি করা যেতে পারে । আবার জেলার কোনও কর্মীকে কলকাতায় বদলি করার সংস্থানও তৈরি করা হয় । এর আগেও কলকাতা পুলিশের বহু কর্মীকে বদলি করা হয়েছে। যা নিয়ে পুলিশের অন্দরমহলে গুঞ্জন ছিল । প্রশ্ন উটেছিল, সেই সব বদলি নাকি “পানিশমেন্ট পোস্টিং" ? দিন কয়েক আগে পুলিশ ডাইরেক্টর থেকে কলকাতা পুলিশের 13 জন কর্মীর বদলির নির্দেশিকা জারি হয় । তার মধ্যে 6 জন কমব্যাট ব‍্যাটেলিয়নের সদস্য । একজন কমব্যাট ব্যাটালিয়নের সদস্য হয়েও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কর্মরত ছিলেন । পাঁচজন প্রথম এবং দ্বিতীয় ব্যাটেলিয়নের সদস্য। তাঁরা ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করতেন । আর একজন র‍্যাপিড অ্যাকশন ফোর্সে কর্মরত ছিলেন। এদের বদলি করা হয় মূলত কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিঙে ।

19 মে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের একজন কোরোনায় আক্রান্ত হন । তখন কোয়ারানটিন করা হয় 19 জনকে। বিক্ষোভকারী পুলিশকর্মীদের দাবি ছিল, তাঁদের কোয়ারানটিন করা হয়েছে পুলিশ ট্রেনিং স্কুলেই (PTS)। সঙ্গে যোগ হয় আরও বেশ কয়েকটি বিষয়। অভিযোগ, কোরোনা মোকাবিলায় কাজ করা পুলিশকর্মীরা পর্যাপ্ত পরিমাণে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজা়র পাচ্ছেন না । অনবরত কাজ করে চলা পুলিশকর্মীরা একদিনের জন্যও ছুটি পাননি লকডাউনের মধ্যে । আর এখান থেকেই দানা বাঁধতে শুরু করে অসন্তোষ । রীতিমতো লাঠি, বাঁশ হাতে পথে নেমে পড়েন তাঁরা। রাত সাড়ে দশটা নাগাদ DC-র কাছে অভিযোগ জানাতে যান একদল পুলিশকর্মী। তারপরেই শুরু হয় পুলিশকর্মীদের বিক্ষোভ। প্রায় 500 পুলিশকর্মী এরপর রাস্তায় নেমে পড়েন । অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। বিক্ষোভকারী পুলিশকর্মীরা DC কমব্যাটকে শারীরিক নিগ্রহ পর্যন্ত করেন বলে অভিযোগ । এমনকী পুলিশ ট্রেনিং স্কুলেও নাকি ভাঙচুর চালানো হয় । পরের দিনই নবান্ন যাওয়ার পথে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোনেন অভাব-অভিযোগ। আশ্বাস দেন ব্যবস্থা নেওয়ার। সেই ঘটনার পর গড়ফা থানায় এক কনস্টেবলের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ হয় । সেখানে দাবি ছিল, ওই কনস্টেবলের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়নি। তারপরই সল্টলেকে বিক্ষোভ হয় ।

29 মে চতুর্থ ব্যাটেলিয়ানের এক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । এই ব্যাটেলিয়নের ব্যারাক সল্টলেকের AF ব্লকে। একই সঙ্গে রয়েছে আবাসন । ব্যাটেলিয়নের এক পুলিশকর্মীর সংক্রমণ ধরা পড়ার পরই উত্তপ্ত হতে শুরু করে এই ব্যারাক । অভিযোগ ওঠে সংক্রমিত পুলিশকর্মীর সংস্পর্শে আসা বাহিনীর সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে কোয়ারানটিনে না পাঠিয়ে ডিউটি দেওয়া হয়েছে । তাঁঁদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নেই। অথচ ডিউটি করতে হচ্ছে কনটেনমেন্ট জো়নে । এই কারণেই একের পর এক পুলিশকর্মী আক্রান্ত হচ্ছেন । বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই । যার বহিঃপ্রকাশ হয় 30 মে রাতে। চতুর্থ ব্যাটেলিয়নের পুলিশকর্মীরা ব‍্যারাকের মূল ফটক বন্ধ করে ভাঙচুর শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যরাও । সেই সময় কলকাতা পুলিশের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ঘটনাস্থানে পৌঁছলেও ব্যারাকের ভিতরে ঢুকতে পারেননি । পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে নামানো হয় RAF । বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । সেই ঘটনায় একজন অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনারকে বদলি করা হয়। ব্যবস্থা নেওয়া হয় পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে। কিন্তু প্রথম ঘটনায় কোনও পদক্ষেপ করা হয়নি। পরে DC কমব্যাট মহেন্দ্র সিং পলকে বদলি করা হয়। এরপর বদলি করা হল মোট 38 জন পুলিশকর্মীকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.