ETV Bharat / city

খড়গপুর সদরে হিরণে ভরসা বিজেপির

author img

By

Published : Mar 10, 2021, 4:13 PM IST

Updated : Mar 10, 2021, 4:26 PM IST

west bengal assembly election 2021 Actor Hiran Chatterjee is the candidate of Kharagpur Sadar
খড়গপুর সদরের প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হিরণের নাম ঘোষণা করে ৷ 2019-র আগে এই কেন্দ্রটি বিজেপির দখলে ছিল ৷ দিলীপ ঘোষ ওই কেন্দ্রের বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে দাঁড়ান ৷ এরপর উপনির্বাচনে খড়গপুর সদর তৃণমূলের দখলে চলে যায় ৷

কলকাতা, 10 মার্চ : খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পদে চমক ৷ সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর সদরের প্রার্থী করা হয়েছে ৷ সাংসদ হওয়ার আগে খড়গপুর সদরের বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ফলে এই কেন্দ্রটি বিজেপি নেতৃত্বের কাছে একটি প্রেসটিজ ফ্যাক্টর ৷ আজ খড়গপুর সদরের সঙ্গে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার প্রার্থীর নামও প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে প্রার্থী হয়েছেন সুপ্রীতি চট্টোপাধ্যায় ৷

প্রথম দু’দফা ভোটের আসন ঘোষণার সময় খড়গপুর সদরের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোট রয়েছে ৷ তবে, কে হবেন এই কেন্দ্রের প্রার্থী তা নিয়ে জল্পনা চলছিলই ৷ কারণ ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ সেই কেন্দ্র থেকে যে কাউকে প্রার্থী করবে না বিজেপি তা বলাই বাহুল্য ৷ আর তেমনটাই সত্যি হল ৷ খড়গপুর সদরের প্রার্থী করা হল সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ৷ আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হিরণের নাম খড়গপুর সদরের প্রার্থী হিসেবে ঘোষণা করে ৷ তবে, প্রথমে খড়গপুর সদর থেকে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছিল ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে সুপার বুধবার, 35 ডিগ্রিতে খেলা শুরু মমতা-শুভেন্দুর

প্রসঙ্গত, দিলীপ ঘোষ সাংসদ হওয়ার পর খড়গপুর সদর কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হয় ৷ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ওই আসন থেকে জয়লাভ করেন ৷ ফলে হারানো কেন্দ্র ফিরে পেতে মরিয়া বিজেপি নেতৃত্ব ৷ তবে, সেই কাজটা খুব একটা কঠিন হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল ৷ কারণ, উপনির্বাচনের সময় ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোট করিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ আর এবার খোদ শুভেন্দু বিজেপিতে ৷ ফলে খড়গপুর কেন্দ্র পুনরুদ্ধার করা বিজেপির কাছে খুব বড় চ্যালেঞ্জ নয় বলেই মনে করা হচ্ছে ৷ অন্যদিকে আজ বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেছে বিজেপি ৷ সুপ্রীতি চট্টোপাধ্যায়কে ওই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে ৷

Last Updated :Mar 10, 2021, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.