ETV Bharat / city

Sheikh Sufian: দিদি আমাকেই বকবেন, আমাকেই ভালোবাসবেন ! মন্তব্য 'ছোট ভাই' শেখ সুফিয়ানের

author img

By

Published : Sep 14, 2022, 3:28 PM IST

মঙ্গলবার খড়্গপুরের বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কাছে ধমক খেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা জেলার দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufian) ৷ এই প্রসঙ্গে, সুফিয়ানের বক্তব্য হল, দিদি তাঁকে অত্যন্ত ভালোবাসেন ৷ তাই তিনি তাঁকে যেমন ভালোবাসতে পারেন, তেমনই বকাও দিতে পারেন ৷

Sheikh Sufian reaction on Mamata Banerjee comment during Kharagpur meeting
Sheikh Sufian: দিদি আমাকেই বকবেন, আমাকেই ভালোবাসবেন ! মন্তব্য 'ছোট ভাই' শেখ সুফিয়ানের

তমলুক ও খড়্গপুর, 14 সেপ্টেম্বর: সকলের সামনেই তাঁকে ধমক দিয়েছেন স্বয়ং দলনেত্রী ! আর তারপর থেকেই সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা, টিকা-টিপ্পনী ৷ যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা জেলার দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান (Sheikh Sufian) ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) তাঁকে অত্যন্ত স্নেহ করেন ৷ মমতা তাঁকে বকবেন, আবার সেই মমতাই তাঁকে ভালোবেসে জায়গা তৈরি করে দেবেন ৷ এটা হতেই পারে ৷

উল্লেখ্য, চারদিনের জেলা সফরে সোমবার বিকেলেই পশ্চিম মেদিনীপুর পৌঁছে যান মমতা ৷ মঙ্গলবার খড়্গপুরে একটি বৈঠকে যোগ দেন তিনি ৷ সেই বৈঠক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সংক্রান্ত হলেও সেটির আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুরে ৷ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি হওয়ায় শেখ সুফিয়ানও সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৷ বৈঠক চলাকালীন হঠাৎই নাম করে শেখ সুফিয়ানকে রীতিমতো ধমক দেন মমতা ! প্রসঙ্গ ছিল, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হার ! বস্তুত, পরবর্তীতে বহুবার মমতা নিজেই নন্দীগ্রামের এই ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন: পাঁশকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সে কালি ছেটানোর অভিযোগ

প্রসঙ্গত, একুশের ভোটে নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান ৷ রাজনৈতিক মহলে তিনি দলনেত্রীর বিশেষ আস্থাভাজন ও স্নেহধন্য হিসাবেই পরিচিত ৷ সূত্রের দাবি, মঙ্গলবার সেই সুফিয়ানের উদ্দেশেই মমতা নাকি বলেন, কিছু নেতার কাছ থেকে টাকা খেয়ে এমন কাণ্ড ঘটালি ? নির্বাচনের কাউন্টিং শেষ হওয়ার আগেই কেন কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে এলি ? কাউন্টিং শেষ হওয়ার আগে সেন্টার থেকে বেরোনোর কি খুব দরকার ছিল ? সংশ্লিষ্ট সূত্রের তরফেই দাবি করা হয়েছে, তৃণমূল নেত্রীর মুখে এমন কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন সুফিয়ান ৷ জবাবে তিনি বলেন, দিদি এটা আমাকে বলছেন ? সুফিয়ান দাবি করেন, তাঁর সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে ৷ মমতাকে তিনি বলেন, আমি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকব ৷

বিরোধীদের কটাক্ষে বিব্রত নন শেখ সুফিয়ান ৷

সুফিয়ানের মুখে একথা শুনে নাকি নরম হন মমতাও ৷ সকলের সামনেই স্বীকার করেন তিনি শেখ সুফিয়ানকে অত্যন্ত স্নেহ করেন ৷ তবে, তাতে বিরোধীদের সমালোচনা ঠেকানো যায়নি ৷ বিশেষ করে পদ্ম শিবিরের তরফে কেউ কেউ বলছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় নন্দীগ্রামের হার এখনও মেনে নিতে পারছেন না ৷ সেই কারণেই সুফিয়ানকে এভাবে নিশানা করেছেন ৷ বিরোধীদের এই দাবি মানতে নারাজ সুফিয়ান ৷ তাঁর বক্তব্য, দলেনত্রী তাঁকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন ৷ তাই দিদি তাঁর ছোট ভাইকে বকাঝকা করতেই পারেন ৷ তাতে কোনও সমস্যা নেই ৷ বিরোধীরা স্রেফ রাজনীতি করার জন্য বিষয়টি নিয়ে কটাক্ষ করছে বলে মনে করেন সুফিয়ান ৷ কিন্তু, তিনি তাতে আমল দিতে রাজি নন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.