ETV Bharat / city

Praveen Kumar Tripathi: দায়িত্ব নিয়েই হাওড়াবাসীর বিশ্বাস অর্জনের চেষ্টা কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর

author img

By

Published : Jun 12, 2022, 2:32 PM IST

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে হাওড়ার নাগরিকদের বিশ্বাস অর্জন করতে নির্দেশ দিলেন নবনিযুক্ত কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People) ৷ সেই সঙ্গে হাওড়া সিটি ও গ্রামীণ এলাকা পরিদর্শন করলেন তিনি ৷

Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People
Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People

হাওড়া, 12 জুন : শনিবার রাতেই হাওড়া কমিশনারেটের (Howrah Commissionerate) দায়িত্বভার গ্রহণ করেছেন আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠী ৷ এদিন রাতেই উত্তপ্ত হাওড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন তিনি ৷ আইজি ব়্যাঙ্কের আধিকারিক হওয়ায় তাঁকে হাওড়ার গ্রামীণ এলাকার দায়িত্বও দেওয়া হয়েছে ৷ সেই কারণে এ দিন সকালে হাওড়া গ্রামীণের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ জেলায় আইনশৃঙ্খলা ফেরাতে, পুলিশ প্রশাসনকে আগে মানুষের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রবীণ কুমার ত্রিপাঠী (Commissioner Praveen Kumar Tripathi is Trying to Win Trust of Howrah People) ৷

হাওড়ায় এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে ৷ কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে বা জমায়েত দেখলেই পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন ৷ পাশাপাশি এ দিন সকালে সিআইডি-র বম্ব স্কোয়াডের গোয়েন্দারা হাওড়ার পাঁচলা এবং সলপ বাজারে তল্লাশি চালান ৷ এলাকায় পুলিশের রুটমার্চ চলছে ৷ এখনও পর্যন্ত তাঁকে 150 জনের বেশিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

শনিবার রাতেই হাওড়ার কমিশনারেটের দায়িত্ব নিয়ে প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়ার সিটি পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের (Howrah Rural Police) উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন ৷ হাওড়ার একাধিক এলাকায় তিনি নিজে পরিদর্শন করেছেন ৷ এ দিন সকাল থেকে হাওড়া গ্রামীণের নবনিযুক্ত পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করেন ৷

আরও পড়ুন : Prophet Remarks Row: হাওড়ায় বন্ধ ইন্টারনেট, গ্রেফতার অন্তত 53

প্রসঙ্গত, গতকালই হাওড়া কমিশনারেটের দায়িত্ব থেকে সি সুধাকরকে সরিয়ে প্রবীণ কুমার ত্রিপাঠীকে বসানো হয় ৷ আর গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে সরিয়ে কলকাতা পুলিশের ডিসি (এসডব্লুডি) করা হয় ৷ তাঁর জায়গায় আইপিএস স্বাতী ভাঙ্গালিয়াকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার করে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.