ETV Bharat / city

Agnipath Scheme Protest: হাওড়া ব্রিজেও ‘অগ্নিপথ’ বিক্ষোভ, পুলিশি তৎপরতায় এড়াল যানজট

author img

By

Published : Jun 17, 2022, 1:27 PM IST

Agneepath Scheme Protest Howrah Bridge Block by Protestors
Agneepath Scheme Protest Howrah Bridge Block by Protestors

অগ্নিপথ (Agnipath Scheme Protest) প্রকল্পের প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখালেন সেনায় ভর্তির পরীক্ষা দেওয়া অসংখ্য যুবক (Howrah Bridge Block by Protestors) ৷ পাশাপাশি, 3 বছর আগে যাঁরা আবেদন করেছিলেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দেওয়ার দাবিও জানানো হয় ৷

হাওড়া, 17 জুন: প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে অবরোধ (Howrah Bridge Block by Protestors) ৷ আজ হাওড়ার গুলমোহর থেকে মিছিল বের হয় ৷ সেই মিছিল হাওড়া ব্রিজে পৌঁছলে পুলিশ তাঁদের আটকায় ৷ বাধা পেয়ে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন ৷ ভারতীয় সেনার তিন বিভাগে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি এবং পেনশনের আওতায় না থাকা ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা (Agnipath Scheme Protest) ৷ এর জেরে হাওড়া ব্রিজের উপরে সাময়িক যানজট তৈরি হয় ৷ তবে, পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ৷

আন্দোলনকারীরা এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগের নিয়মে অনেকের দেশসেবার স্বপ্ন ভেঙে যেতে বসেছে ৷ সেনায় 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনার সময় গত 3 বছরে কোনও নিয়োগ করেনি ৷ সেই সময়ের মধ্যে যাঁদের নিয়োগ হওয়ার কথা ছিল, তাঁদের বয়সের কারণে বাদ দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Agnipath Scheme Protest: অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে

কেন্দ্র যে 23 বছর পর্যন্ত বয়সসীমা বাড়িয়েছে, তাও মানতে নারাজ আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ, তিন বছর আগে 21 বছরের যে বা যাঁরা সেনায় চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাঁদের স্বপ্ন কী হবে ? অগ্নিপথে 4 বছরের যে চুক্তির কথা বলা হয়েছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন সেনায় ভর্তির পরীক্ষা দেওয়া এক প্রার্থী ৷ তাঁর অভিযোগ, যে আবেগ নিয়ে তাঁরা সেনায় যেতে চান ৷ তা কেন্দ্রের নয়া নিয়মে ধ্বংস হয়ে যাবে ৷ কারণ 4 বছর পর তাঁদের সেনার হয়ে দেশসেবার সুযোগ থাকবে, কী থাকবে না, তার কোনও নিশ্চয়তা নেই (Agneepath Scheme Protest)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.