ETV Bharat / city

Water Logged in Durgapur বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের একাধিক পরিবার

author img

By

Published : Aug 28, 2022, 6:30 PM IST

বৃষ্টির জেরে দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের বহু পরিবার জলবন্দি (Water Logged in Durgapur) ৷ কাউন্সিলর নিজে এসে ঘরের জল বের করার কাজে হাত লাগালেন ৷

Water logged due to rain in Durgapur
Water Logged in Durgapur

দুর্গাপুর, 28 অগস্ট: কিছুক্ষণের বৃষ্টিতে সাময়িক বন্যা পরিস্থিতি দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায় । একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে । যার ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় এলাকাবাসীদের (Water logged due to rain in Durgapur) ।

রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে । নিকাশি নালা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ যার জেরে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করে স্থানীয়রা । অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায় । এদিন বৃষ্টিতে কোথাও এক হাঁটু থেকে এক কোমর পর্যন্ত জল জমে সাময়িক বন্যা পরিস্থিতির তৈরি হয় । বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গিয়েছে এলাকাবাসীর । মেঝেতে জল ঢোকায় চরম ভোগান্তির মুখে পড়ে একাধিক পরিবার ।

বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের একাধিক পরিবার

আরও পড়ুন: রাতভর টানা বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা জলমগ্ন

সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা ঘটছে ৷ জনসাধারণকেই দায়ী করলেন দুর্গাপুর পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার । তিনি বলেন, "বেশ কিছুদিন আগে এই সমস্যার সমাধানের জন্য গুরু তেজ বাহাদুর স্কুল থেকে তামলা নালা পর্যন্ত হাইড্রেন করা হয়েছে ৷ যার জন্য বৃহত অংকের টাকা ব্যয় করা হয় । এই জমা জল থেকে এলাকাবাসীকে বের করার চেষ্টা করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.