ETV Bharat / city

Mid Air Turbulence : অবতরণের সময় কেন খোলা ছিল যাত্রীদের সিট বেল্ট ? বিমানকর্মীদের ভূমিকায় প্রশ্ন

author img

By

Published : May 2, 2022, 2:15 PM IST

Question Arise on Safety Measures of Flight in Andal Mid Air Turbulence
Question Arise on Safety Measures of Flight in Andal Mid Air Turbulence

যাত্রীদের সিট বেল্ট কেন খোলা ছিল ? অণ্ডালে মাঝ আকাশে বিমান বিভ্রাটে এ বার সেই প্রশ্ন তুললেন যাত্রীরাই ৷ এ দিন অণ্ডালে বিমান ধরতে আসা যাত্রীদের প্রশ্ন, কেন একাংশ যাত্রীর সিট বেল্ট খোলা ছিল? যা নিয়ে বিমানকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে (Question Arise on Safety Measures of Flight in Andal Mid Air Turbulence) ৷

দুর্গাপুর, 2 মে : রবিবার সন্ধ্যায় মুম্বই-অণ্ডাল বিমান মাঝআকাশে দুর্ঘটনার কবলে পড়ে ৷ ঝড়ের কারণে বেশ কয়েকবার ঝাঁকুনি দিয়ে ভেঙে পড়ে যাত্রীদের আসনের উপরে থাকা বাঙ্কার ৷ জানা গিয়েছে, সেই সময় বেশ কয়েকজন যাত্রীর সিট বেল্ট বাঁধা ছিল না ৷ বিমান অবতরণের সময় কেন ওই যাত্রীদের সিট বেল্ট খোলা ছিল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে (Question Arise on Safety Measures of Flight in Andal Mid Air Turbulence) ৷ এমনকি এ দিন অণ্ডালে বিমান ধরতে আসা যাত্রীরাও সেই প্রশ্নই তুলেছেন ৷ যার কোনও উত্তর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি ৷

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুম্বই থেকে আসা স্পাইস জেটের বিমান অণ্ডাল বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ের কবলে পড়ে ৷ যার জেরে মাঝ আকাশেই বিমানে ঝাঁকুনি হতে শুরু করে ৷ সিট বেল্ট ছিঁড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন ৷ আর বিমানের ভিতরে থাকা লাগেজের বাঙ্কার ভেঙে যাত্রীদের মাথায় পড়ে ৷ যে ঘটনায় 15 জন যাত্রী আহত হয়েছেন ৷ জানা গিয়েছে, অবতরণের সময় কয়েকজন যাত্রীর সিট বেল্ট খোলা ছিল ৷ সেখানেই বিমানের ভিতরে উপস্থিত কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ তাঁরা কেন যাত্রীদের সতর্ক করেননি এ নিয়ে ? কারণ এর ফলে প্রাণহানির আশঙ্কাও থেকে যায় ৷

আরও পড়ুন : Mid Air Turbulence : মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা, জানালেন চিকিৎসক

ফলে স্বাভাবিক ভাবেই বিমানের ক্যাপ্টেন ও তাঁর সহকারি এবং বিমানকর্মীদের ভূমিকা এ ক্ষেত্রে প্রশ্নের মুখে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ এমনকি এ দিন অণ্ডালে বিমান ধরতে আসা অন্যান্য যাত্রীরাও একই প্রশ্ন তুলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.