ETV Bharat / city

Mid Air Turbulence : মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা, জানালেন চিকিৎসক

author img

By

Published : May 2, 2022, 7:40 AM IST

Updated : May 2, 2022, 2:16 PM IST

মুম্বই-দুর্গাপুর স্পাইসজেটের বিমানটি অণ্ডাল বিমানবন্দরে নামার সময় ঝড়ের কবলে পড়ে । সেই সময় বিমানটিকে অবতরণ করানো হয়। ঝড়ের কবলে পড়ে বিমান দুলতে থাকে । এর ফলে আহত হন বেশ কয়েকজন যাত্রী (Mumbai-Durgapur Flight hits severe mid Air Turbulence) ।

Mumbai Durgapur Flight
মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা

দুর্গাপুর, 2 মে : ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করেছে মুম্বই-দুর্গাপুর বিমান (Mumbai-Durgapur Flight hits severe mid Air Turbulence) ৷ তীব্র ঝাঁকুনিতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী ৷ স্পাইসজেটের এসজি-945 বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে বিমান দুলতে থাকে । তারপর আচমকাই যাত্রীদের মাথার ওপরে যেখানে জিনিসপত্র থাকে সেই অংশটি ভেঙে পড়ে । এর জেরে আহত হন প্রায় 30 জন (Passengers got injured as the bunker fell on their heads)।

যাত্রীদের সঙ্গে আহত হয় বেশ কয়েকজন বিমানসেবিকাও । বিমানে মোট 185 জন যাত্রী ছিল । অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন অনেকে ৷

এক যাত্রীর স্পাইনাল কর্ডে মারাত্মক চোট লাগে, মাথা ফাটে একজনের । আহতদের মধ্যে বেশিরভাগ যাত্রীর সেফটি বেল্ট ছিঁড়ে গিয়েছিল । যদিও অনেকে বেল্ট না পড়ার কারণেই ছিটকে পড়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের মধ্যে 10 জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় ।

মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা

আরও পড়ুন : ঝড়ের মুখে অণ্ডালে জরুরি অবতরণ বিমানের, আহত অনেকে

আহতদের দেখতে হাসপাতালে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা । সেখানকার চিকিৎসক বলেন, অণ্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের মাথার উপরে বাঙ্কার ভেঙে পড়াতেই সমস্যা আরও বেড়েছে ।

Last Updated :May 2, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.