ETV Bharat / city

Kalbaishakhi Strom : দুর্গাপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা, পাশে দাঁড়ালেন বিধায়ক

author img

By

Published : May 18, 2022, 2:16 PM IST

Durgapur Kalbaishakhi News
Kalbaishakhi Strom

মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম । দুর্গতদের পাশে দাঁড়ালেন বিধায়ক (Pandaveswar MLA helps Kalbaishakhi affected villagers) ।

দুর্গাপুর, 18 মে : প্রতাপপুর গ্রামের মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের কারণে উড়ে যায় বেশকিছু মাটির বাড়ির টালি ও টিনের ছাদ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় ও তৃণমূলের আরও অন্যান্য নেতৃবৃন্দ (Pandaveswar MLA helps Kalbaishakhi affected villagers) ।

ঘটনাস্থলে পৌঁছে ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক । ব্যবস্থা করা হল ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর যথোপযুক্ত ক্ষতিপূরণ ও ত্রাণের । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু মানুষের বাড়ির চাল উড়ে গিয়ে পুকুরে পড়ে যায়, বেশ কিছু বিদ্য়ুতের পোল পড়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই গ্রামের ।

Durgapur Kalbaishakhi News
প্রতাপপুর গ্রামে কালবৈশাখী ঝড়ের কারণে উড়ে যায় বেশকিছু মাটির বাড়ির টালি ও টিনের ছাদ

আরও পড়ুন : Damage in Kalbaishakhi at Malda : মালদায় কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতি, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি

ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, "প্রশাসন অতি দ্রুততার সঙ্গে কাজ করছে । এই কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে থাকা আমার কর্তব্য । যে মানুষগুলির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের যথোপযুক্ত সারাইয়ের ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে এবং বিধায়ক তহবিল থেকে ত্রাণের ব্যবস্থা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে । ভবিষ্যতে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই মানুষগুলির পাশে আমরা অবশ্যই দাঁড়াব ।"

কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.