ETV Bharat / city

বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ

author img

By

Published : Sep 17, 2020, 6:47 PM IST

কোরোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি ৷ তাঁদের দ্রুত সুস্থতা কামনায় পাণ্ডবেশ্বর বিধানসভার জোয়ালভাঙা গ্রামে চলছে পুজোপাঠ ৷

jitendra tiwary
বিধায়কের দ্রুত আরোগ্য কামনা

দুর্গাপুর, 17 সেপ্টেম্বর : "মানুষের সেবার কাজ করতে গিয়ে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন " ৷ এজন্য বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় পাণ্ডবেশ্বর বিধানসভার জোয়ালভাঙা গ্রামে মহালয়ায় চণ্ডীমন্দিরে তিন হাজার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হল।


কিছুদিন আগে কোরোনা আক্রান্ত হয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি । বিধায়কের কোরোনা আক্রান্ত হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে। স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষের সেবা করতে গিয়ে আজ নিজেই তিনি কোরোনা আক্রান্ত । কোরোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও । জোয়ালভাঙা গ্রামের বাসিন্দাদের একাংশ বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে পুরোহিত দিয়ে চণ্ডীমন্দিরে তিন হাজার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে পূজা পাঠ করালেন ।

বিধায়কের দ্রুত আরোগ্য কামনা

স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল বলেন, "বিধায়ক আজ কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি ৷ আমাদের জন্য সবসময় কাজ করতে গিয়ে তিনি কোরোনা আক্রান্ত হয়েছেন। বিধায়ককে আজ এই পুজোর দিনে পাশে না পেয়ে নিজেদের অভিভাবকহীন মনে হচ্ছে ।" তাই বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করে এই পূজা পাঠ বলে জানান তাঁরা ।

কিছুদিন আগে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা কোরোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারির আরোগ্য কামনা করে প্রার্থনা সভার আয়োজন করেন ৷ আসানসোলের আশ্রম মোড়ে একটি মঞ্চ তৈরি করে মেয়র ও মেয়র পত্নীর সুস্থতা কামনা করেন পুরোহিত, গীর্জার পাদরি, মসজিদের মৌলবি, গুরুদোয়ারার ধর্মীয় গুরুরা প্রার্থনা করেন । একইভাবে আজ বিধায়কের দ্রুত সুস্থতা কামনায় জোয়ালভাঙা গ্রামে চণ্ডীমন্দিরে সকাল থেকেই চলছে যজ্ঞ ও পূজাপাঠ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.