ETV Bharat / city

2020-এর সাধারণ বাজেটে কালনা লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি বর্ধমানবাসীর

author img

By

Published : Jan 30, 2020, 10:13 PM IST

বিভিন্ন দূরপাল্লার আপ-ডাউনের ট্রেন এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে পারাপার করে থাকে৷ এর ফলে দিনের বেশিরভাগ সময়টা বন্ধ থাকে লেভেল ক্রসিং৷ যার জেরে প্রতিদিন সমস্যা সম্মুখীন হতে হয় বর্ধমানবাসীকে ৷ এই সমস্যা এড়াতেই উড়ালপুলের দাবি তাঁদের ৷ 2020 সালের সাধারণ বাজেটে সেই দাবি পূরণ হবে বলে আশাবাদী তাঁরা৷

budget 2020
সাধারণ বাজেট

বর্ধমান, 30 জানুয়ারি : বর্ধমানের জনবহুল এলাকা কালনা৷ বর্ধমান জংশন থেকে হাওড়াগামী ট্রেন গুলিকে কালনা লেভেল ক্রসিং পার করে যেতে হয় হাওড়ায় ৷ পাশাপাশি হাওড়া, শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অমৃতসর মেল ছাড়াও বিভিন্ন দূরপাল্লার আপ-ডাউনের ট্রেন এই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে পারাপার করে থাকে৷

এর ফলে দিনের বেশিরভাগ সময়টা বন্ধ থাকে লেভেল ক্রসিং৷ যার জেরে প্রতিদিন সমস্যা সম্মুখীন হতে হয় শহরবাসীকে ৷

সাধারণ বাজেটে কালনা লেভেল ক্রসিংয়ে উড়ালপুলের দাবি শহরবাসীর

পাশাপাশি শহরবাসিকে স্কুল, কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, কালনা বাজার থেকে বিচ্ছিন্ন করেছে এই লেভেল ক্রসিং ৷ নবদ্বীপ, মুর্শিদাবাদ, করিমপুর রুটের বাস যাতায়াতেও এই লেভেল ক্রসিং পারাপার করতে হয় ৷ ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকায় ওই এলাকায় যানযট নিত্যদিনের সমস্যা ৷ এই সমস্যা এড়াতেই উড়ালপুলের দাবি বর্ধমানবাসীর ৷ 2020 সালের সাধারণ বাজেটে সেই দাবি পূরণ হবে বলে আশাবাদী তাঁরা ৷

Intro:Attn: Mr Biswajit Chatterjee

বাজেট

কালনাগেটে ফ্লাইওভারের দাবি বর্ধমান বাসীর

পুলক যশ , বর্ধমান

রেল বাজেটে বর্ধমান শহরের কালনা গেটে ফ্লাইওভারের দাবি জানাল বর্ধমানবাসী। বর্ধমান জংশন থেকে হাওড়া গামী কোন ট্রেন ছাড়লে প্রথম কালনা গেটের ক্রসিং পার করতে হয়। হাওড়া ও শিয়ালদা থেকে দিল্লিগামী রাজধানী ছাড়াও শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, অমৃতসর মেল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ দূরপাল্লার আপ ও ডাউন লাইনে ট্রেন এই পথে চলাচল করে। ফলে সারাদিনে প্রায় সময় কালনা গেটে রেল ক্রসিং বন্ধ থাকে। কালনা গেটের অন্য প্রান্তে আছে বাজার। আছে স্কুল, কৃষি বিশ্ববিদ্যালয়। চলে কালনা, নবদ্বীপ , মুর্শিদাবাদের করিমপুর রুটে বাস। এদিকে রেলগেট পারাপারের জন্য দীর্ঘ সময় রেলগেটে মানুষজনকে অপেক্ষা করতে হয়। তাই দীর্ঘদিন ধরে বর্ধমান বাসীর দাবি ছিল সেখানে যাতে ফ্লাইওভার হয় ।আসন্ন বাজেটে যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় সেই আবেদন করেছেন বর্ধমানবাসী।

বাইট 1 সাধন মুখার্জি , নিত্যযাত্রী
বাইট 2 তপন পাল
বাইট 3 সুবোধ দাঁ
বাইট 4 রঞ্জিত দে দাস


Body:কালনাগেটে ফ্লাইওভারের দাবি বর্ধমান বাসীর


Conclusion:কালনাগেটে ফ্লাইওভারের দাবি বর্ধমান বাসীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.