ETV Bharat / city

TMCP Agitation ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ ছাত্র পরিষদের

author img

By

Published : Aug 12, 2022, 11:04 PM IST

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরেই জেলা জুড়ে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে (TMCP Agitation in Burdwan) ৷ বীরভূম, আরামবাগের পর বর্ধমানেও বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদের সদস্যরা ৷

TMCP Agitation
TMCP Agitation

বর্ধমান, 13 অগস্ট: ‘‘ইডি সিবিআই উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো’’ এই স্লোগানকে দিয়ে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা (Agitation Breaks Out in Burdwan by TMCP)। প্রতিবাদ মিছিলে নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । এছড়াও উপস্থিত ছিলেন জেলার বেশ কয়েকজন বিধায়ক। শুক্রবার বিকালে বর্ধমানের বীরহাটা থেকে শুরু হয়ে কার্জনগেটে শেষ হয় ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিলটি।

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। দেশের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে দিনের পর দিন দুর্নীতির অভিযোগ বাড়ছে, সেখানে ইডি কিংবা সিবিআইকে দেখা যাচ্ছে না । তাদের নিরপেক্ষতা হারিয়ে যাচ্ছে । উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূল নেতাদের বিভিন্নভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করছে। এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।‘‘

আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে 7 সেপ্টেম্বর নবান্ন অভিযান বিজেপির

এই মিছলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যেসকল তৃণমূল নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তার দায় দল গ্রহণ করবে না। ইডি ও সিবিআই তদন্ত করলেও, একশোর বেশি কেসের তদন্ত শেষ করতে পারেনি । 2024 সাল পর্যন্ত এই পরিস্থিতি চলবে । পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এটা হবে। ‘ধর্মের তাস’ খেলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়নি।

213 আসনে জিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে । পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতে 215টি আসন আছে । পঞ্চায়েত নির্বাচনে সব আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। ছাত্র যুবদের কাজ হচ্ছে এখন রাস্তায় নামা । প্রতি ব্লকে ব্লকে তাদের পথে নামতে হবে। বাড়িতে বসে না-থেকে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামাতে হবে। এই লড়াইয়ে আমরা জিতবোই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.