ETV Bharat / city

Burn Standard Factory: উৎসব মুখরিত সেই কারখানা আর নেই, বিশ্বকর্মা পুজোয় দীর্ঘশ্বাস ফেলছে বার্ন স্ট্যান্ডার্ড

author img

By

Published : Sep 17, 2022, 7:16 PM IST

Burn Standard Factory vishwakarma puja
ETV Bharat

2018 সালের 4 এপ্রিল পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানা (Burn Standard Factory)। এখন সেখানে প্রায় শ্মশানের নীরবতা ৷ বিশ্বকর্মা পুজোর আয়োজনও নেই (no Vishwakarma Puja in Burnpur Burn Standard Company) ৷

আসানসোল, 17 সেপ্টেম্বর: চারিদিক নিস্তব্ধ, জন-মানব নেই । যেন কোনও নাম না-জানা দৈত্য তছনছ করে দিয়ে গিয়েছে সব । কারখানার গমগম শব্দ, ব্যস্ততা, চঞ্চলতা, উচ্ছ্বাস, উৎসব আজ আর কিছুই অবশিষ্ট নেই বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় । যে বিশ্বকর্মা পুজোয় আগে উৎসবে মেতে থাকত বার্ন স্ট্যান্ডার্ড কারখানা তথা ওয়াগন কলোনী । সেখানে আজ যেন গভীর স্তব্ধতা । ছোট করে পুজোরও আয়োজন নেই আজ । শ্রমিকদের কাছে উৎসব, আনন্দ এই শব্দগুলোই কেমন যেন প্রহসন হয়ে দাঁড়িয়েছে । বুকফাটা হাহাকার যেন এক শ্মশানের স্তব্ধতা এনে দিয়েছে বার্ন স্ট্যান্ডার্ডে (no Vishwakarma Puja in Burnpur Burn Standard Company) ।

2010 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিভে যাওয়ার আগে শেষবার প্রদীপের মত জ্বলে উঠেছিল বার্ন স্ট্যান্ডার্ড কারখানা । রেলের অন্তর্ভুক্ত হয়েছিল কারখানাটি । সবাই ভেবেছিলেন প্রাণ এল নতুন করে । কিন্তু 2018 সালের 4 এপ্রিল ঘনিয়ে আসে সেই কালো দিন । রেল বোর্ড ঘোষণা করে, কারখানা পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে এই কারখানা (Burnpur Burn Standard Company closed)।

আরও পড়ুন: কমেছে জৌলুস, বিশ্বকর্মা পুজোয় স্মৃতিই সম্বল হাওড়ার

ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই কারখানা । তখন এর নাম ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন বা আইএসডব্লুভিইউ । এই কারখানার আরেকটি ইউনিট ছিল হাওড়ায় । দুটি কারখানাতেই ভারত খ্যাত ওয়াগন তৈরি হত । 1975 সালে কারখানার রাষ্ট্রায়ত্তকরণ হয় । 80-এর দশক পর্যন্ত এই কারখানা ভালোই চলেছে । কারখানার পাশে গড়ে ওঠা ওয়াগন কলোনীতে আবাসিকরা থাকতেন । উৎসব, আনন্দে মেতে থাকতেন সবাই । তখন বিশ্বকর্মা পুজো সেরা উৎসব ছিল বার্ন স্ট্যান্ডার্ডে । এই দিন কারখানা খোলা থাকত জনসাধারণের উদ্দেশ্যে । সবাই এদিন কারখানা দেখার সুযোগ পেত ।

বিশ্বকর্মা পুজোয় দীর্ঘশ্বাস ফেলছে বার্ন স্ট্যান্ডার্ড

90 এর দশকের শুরুর দিকেই কারখানাটি ক্ষতির মুখে চলতে শুরু করে । ধীরে ধীরে রুগ্ন হয়ে যায় । 2000 সালের পর কর্মীদের বেতন অনিয়মিত হয় । জমতে থাকে বকেয়া । আন্দোলন আর দাবি আদায়ের লড়াইয়ে উৎপাদনেও ভাটা পড়ে । কারখানা বিআইএফআর-এ যায় । কেন্দ্রের পক্ষ থেকে তখন এই কারখানা বাঁচানোর তেমন চেষ্টা হয়নি । যদিও 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলে কারখানাটিকে রেলের অন্তর্ভুক্ত করেন । নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল এই বার্নস্ট্যান্ডার্ড কারখানা ।

আরও পড়ুন: শিল্পনগরীতে বায়না না পেয়ে হতাশ ঢাকি থেকে ফুল বিক্রেতা

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকার অনীহা দেখাতে শুরু করে এই কারখানার উপর । শেষ পর্যন্ত 2018 সালের 4 এপ্রিল পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানা । বর্তমানে কিছু শ্রমিক এখনও পর্যন্ত রয়ে গিয়েছেন আবাসন আঁকড়ে ৷ কারণ তাঁদের কোথাও যাওয়ার উপায় নেই । কিন্তু শ্রমিক আবাসনে পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে, বিদ্যুতের সংযোগও নেই । কার্যত অন্ধকার ঘরেই কষ্টের মধ্যে পড়ে রয়েছেন শ্রমিকরা । কারখানাও অন্ধকার । এক প্রকার যেন শ্মশানের নীরবতা এসেছে এলাকায় (present condition of Burnpur Burn Standard Company) । নেই সেই বিশ্বকর্মা পুজোর উৎসব, আনন্দ (Vishwakarma Puja 2022) ৷ বার্ন স্ট্যান্ডার্ড কারখানা এখন যেন মহাকালের শেষ দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.