ETV Bharat / city

আসানসোলে BJP-র তিনটি কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Nov 18, 2019, 7:23 PM IST

দলীয় কার্য্যালয়ে হামলা

আসানসোলের বারাবনির গৌরান্ডি হাটতলা, কাটাপাহাড়ি এবং জামগ্রামে আজ BJP-র তিনটি কার্যালয়ে ভাঙচুর করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷

আসানসোল, 18 নভেম্বর: একের পর এক BJP দলীয় কার্যালয় ভাঙচুর ৷ ঘটনাস্থান আসানসোলের বারাবনি ৷ ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ বারাবনির গৌরান্ডি হাটতলা, কাটাপাহাড়ি এবং জামগ্রামে তিনটি BJP কার্যালয় ভাঙচুর করা হয় আজ সকাল 11 টা নাগাদ ।

অভিযোগ, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে কার্যালয়গুলিতে ভাঙচুর করে ৷ স্থানীয় BJP নেতৃত্ব অভিযোগ তুলছে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে ৷ স্থানীয় BJP নেতা তথা বারাবনি ব্লকের দলীয় আহ্বায়ক অমল রায় বলেন, "তৃণমূলের স্থানীয় নেতাদের মদতে ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় কার্যালয়গুলিতে । বাধা দিতে গেলে কয়েকজন BJP কর্মীকে মারধরও করা হয় । তাঁরা জখম হয়েছেন । হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ।"

BJP-র অভিযোগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন করা হলে কেউ মন্তব্য করতে অস্বীকার করেন ৷ এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি ।

Intro:আসানসোলের বারাবনিতে পরপর বিজেপি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে । বারাবনির গৌরান্ডি হাটতলায়, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তিনটি বিজেপি অফিস ভাঙচুর করা হয়। আজ সকাল ১১ টা থেকে এই দলীয় অফিসগুলি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা তথা বারাবনি ব্লকের বিজেপির কনভেনর অমল রায় জানিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতাদের মদতে ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় অফিসগুলি। বাধা দিতে গেলে কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তারা অল্পবিস্তর আহত হয়েছেন ।যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ।তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.