ETV Bharat / business

Unsolicited Loans: অযাচিত ঋণ ফাঁদের সমান, হতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার কারণ

author img

By

Published : Sep 12, 2022, 4:10 PM IST

unsolicited-loans-cast-an-inescapable-trap-causing-lasting-distress-to-earners
unsolicited-loans-cast-an-inescapable-trap-causing-lasting-distress-to-earners

ঋণ (Bank Loan) নেওয়া খুব সহজ ৷ কিন্তু, তার আগে আমাদের তৈরি থাকতে হবে ভবিষ্যতের কিছু আত্মত্যাগের জন্য ৷ আর তাই বেতন, লভ্যাংশ, সুদ এবং অন্যান্য উৎস থেকে আয়ের সঙ্গে ব্যয়ের একটা ভারসাম্য তৈরি করা ৷ তার জন্য প্রয়োজন চাহিদা, উচ্চাকাঙ্খা এবং বিলাসিতাগুলিকে আলাদা করা ৷ আমাদের উচ্চাকাঙ্খাকে পিছনে রাখতেই হবে (Unsolicited loans Cast an Inescapable Trap) ৷

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: 35 বছরের অর্জুন, যিনি বিবাহিত এবং তাঁর 2 সন্তান রয়েছে ৷ হায়দরাবাদ শহরের একটি সংস্থায় মাসে 1 লক্ষ টাকার চাকরি করেন ৷ দু’বছর আগে তিনি ঋণ নিয়ে একটি বাড়ি কিনেছেন ৷ বাড়ির 40 হাজার, গাড়ির 15 হাজার সহ কিছু ব্যক্তিগত ঋণের (Bank Loan) টাকা মিটিয়ে জীবন ব্যক্তিগত জীবন তাঁর ভালোই চলছিল ৷ বেশি ঋণ নেওয়ায় তাঁর মাসিক আয়ের অধিকাংশটাই কিস্তি মেটাতে চলে যাচ্ছে ৷ ফলে হঠাৎই তাঁর ব্যক্তিগত জীবনে মাসিক খরচ চালানো দুষ্কর হয়ে যায় ৷ তাঁর অন্যান্য খাতে বিনিয়োগ করার ক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ৷ ফলে সময় মতো ঋণ মেটাতে ব্যর্থ হন ৷ স্বাভাবিকভাবেই ঋণদাতা সংস্থার তরফেও চাপ বাড়তে থাকে ৷

অর্জুনের মতো পরিস্থিতি অনেকের সঙ্গেই হয়ে থাকে ৷ আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনও রাস্তা তাঁরা পান না ৷ আর এই পরিস্থিতি তৈরি হয় শুধুমাত্র তাঁদের যে ঋণ নেওয়ার জন্য বলা হয়, তাই তাঁরা মেনে নেন ৷ আর এই সব সমস্যার প্রধান কারণ, আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখার সাধারণ নিয়মটুকু না মেনে চলা ৷ আর এখনের ট্রেন্ড হল, ভবিষ্যতের আয়কে বর্তমানেই খরচ করে ফেলা ৷ আর আর্থিক বিষয়ের পরিকল্পনা একবার এলোমেল হয়ে গেলে, তাকে আবারও সঠিক রাস্তায় ফিরিয়ে আনা কঠিন হয়ে যায় (Unsolicited loans Cast an Inescapable Trap) ৷

আরও পড়ুন: জেনে নিন সোনা ও রুপোর বাজারমূল্য

ঋণ নেওয়া খুব সহজ ৷ কিন্তু, তার আগে আমাদের তৈরি থাকতে হবে ভবিষ্যতের কিছু আত্মত্যাগের জন্য ৷ আর তাই বেতন, লভ্যাংশ, সুদ এবং অন্যান্য উৎস থেকে আয়ের সঙ্গে ব্যয়ের একটা ভারসাম্য তৈরি করা ৷ তার জন্য প্রয়োজন চাহিদা, উচ্চাকাঙ্খা এবং বিলাসিতাগুলিকে আলাদা করা ৷ আমাদের উচ্চাকাঙ্খাকে পিছনে রাখতেই হবে ৷ তা না হলে, একজনের আর্থিক সামর্থ্যের ঊর্ধ্বে বিলাসিতা ঋণের ফাঁদে পরিণত হবে ৷ তাই নতুন কোনও ঋণ নেওয়ার ক্ষেত্রে আগের নেওয়া ঋণ এবং দায়বদ্ধতাগুলিকে নিয়ে ভাবতে হবে ৷ ফলে বেশি হারে 10 শতাংশের বেশি দীর্ঘমেয়াদি লোন সবসময় বোঝা হিসাবে দেখা দেয় ৷

আরও পড়ুন: লাফিয়ে বাড়ল আর্থিক বৃদ্ধির হার, প্রত্যাশার থেকে কম বলছেন বিশেষজ্ঞরা

কারও বিপুল পরিমাণ ঋণ নেওয়া থাকলে, এই সত্যতাটি মেনে নিতেই হবে ৷ তাই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সঞ্চয় বাড়ানো ৷ যেখানে ধাপে ধাপে অতিরিক্ত খরচ কমিয়ে ঋণ শোধ করার পরিস্থিতি তৈরি করতে হবে ৷ ব্যাংকের সঞ্চয়, ইক্যুইটি, মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন ঋণ থেকে আপনি কতটা তুলতে পারবেন তা স্পষ্টভাবে বুঝতে হবে ৷ তবেই, আয়, ব্যয় ও ঋণের মধ্যে সামঞ্জস্য আসবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.