ETV Bharat / business

Sensex Jumps After Budget: বাজেট পেশের পরই তুঙ্গে শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 1200 পয়েন্ট

author img

By

Published : Feb 1, 2023, 6:25 PM IST

Sensex ETV Bharat
শেয়ারবাজার

বাজেট (Union Budget 2023) পেশের পরই তুঙ্গে উঠল শেয়ারবাজার ৷ সেনসেক্স (Sensex Jumps After Budget) 1200 পয়েন্ট চড়ে পৌঁছল 60,773.44-তে ।

মুম্বই, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশের পরই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার ৷ বুধবার বিকেলে বিএসই সেনসেক্স (BSE Sensex Latest News) 1,200 পয়েন্টেরও বেশি চড়েছে ৷ লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবগুলি উত্সাহিত করেছে বিনিয়োগকারীদের ৷ 30 শেয়ারের বিএসই সেনসেক্সের সূচক 2 শতাংশ অর্থাৎ 1,223.54 পয়েন্ট বেড়ে হয়েছে 60,773.44 । চড়েছে এনএসই নিফটি সূচকও ৷ সেখানে সূচক 310.05 পয়েন্ট বা 1.75 শতাংশ চড়ে 17,972.20-তে পৌঁছেছে ।

বৃদ্ধি ও স্থিতিশীলতার সমন্বয়: মন্থর অর্থনীতি, উচ্চ মূদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের আবহে বাজেটকে জনমুখী করা হবে ধরে নিয়ে বাজারের মিশ্র প্রত্যাশা ছিল (Budget Announcements)। সরকার এটিকে একটি নতুন জোনে নিয়ে গিয়েছে যার মধ্যে বৃদ্ধি এবং স্থিতিশীলতা একটি সুসংবদ্ধ পরিপূর্ণতা পেয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের ।

বাজেট 10-এর মধ্যে 10: জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেস-এর গবেষণা প্রধান বিনোদ নায়ার বলেছেন, "মূলধন ব্যয় 33 শতাংশ বৃদ্ধি পেয়ে 10 লক্ষ কোটি টাকা হওয়ায় অর্থনীতিতে এর গুণক প্রভাব পড়বে । যদিও গ্রামীণ অর্থনীতি এবং করদাতাদের জন্য উচ্চ পরিমাণের প্রকল্প এবং কর সুবিধা ভারতে ভোগ বৃদ্ধিকে বাড়িয়ে তুলবে । প্রত্যাশার বাইরে গিয়ে এই বাজেট পরিবার এবং কর্পোরেটদের জন্য উইন-উইন বাজেট ৷ 10-এর মধ্যে 10 পেয়েছে এই বাজেট ৷"

আরও পড়ুন: নির্বাচন মাথায় রেখে তৈরি কেন্দ্রীয় বাজেট, আশাহত করবে গরিব মানুষকে: অর্থনীতিবিদ

'সামগ্রিকভাবে চমৎকার': মার্কেটসমোজোর চিফ ইনভেস্টমেন্ট অফিসার সুনীল দামানিয়া বলেছেন যে সামগ্রিকভাবে, বাজেট "চমৎকার"। নেতিবাচক সংবাদের অনুপস্থিতি আশার একটি দুর্দান্ত উত্স । আর এই বাজেট নিয়ে পুঁজিবাজারে উত্তেজনা বিরাজ করছে । সামকো সিকিউরিটিজের গবেষণা বিশ্লেষক সঞ্জয় মুরজানি বলেছেন যে, "ব্যক্তিগত আয়করের উপর 7 লক্ষ টাকা পর্যন্ত ছাড় প্রদান করে এবং নতুন আয়কর ব্যবস্থার অধীনে স্ল্যাব হারে পরিবর্তন এনে ভারতীয় বাজারের জন্য একটি বড় উত্সাহ তৈরি করেছে এই বাজেট ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিতে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 7 লাখ টাকা করার প্রস্তাব করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.