ETV Bharat / business

Repo Rate Unchanged: 6.5 শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

author img

By

Published : Aug 10, 2023, 12:05 PM IST

RBI Monetary Policy Committee Meeting: মুদ্রাস্ফীতির ধারাবাহিক পতনের জেরে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই ৷ তৃতীয় পলিসি মিটেও রেপো রেট থাকল 6.5 শতাংশই ৷

RBI Governor Shaktikanta Das
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

মুম্বই , 10 অগস্ট: তৃতীয় পলিসি মিটেও পরিবর্তিত হল না রেপো রেট ৷ 6.5 শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ তিনদিনের মনিটারি পলিসি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ৷ বৃহস্পতিবার সংবাদিক বৈঠকে করে তিনি বলেন, "মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট 6.50 শতাংশেই রাখার সিদ্ধান্ত নিয়েছে ।"

আরবিআই সাধারণত একটি আর্থিক বছরে ছয়টি দ্বি-মাসিক সভার আয়োজন করে ৷ যেখানে সুদের হার, অর্থ সরবরাহ, মুদ্রাস্ফীতি এবং বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলি নির্ধারণ করা হয়। তিন দিনব্যাপী 2023-24 সালের তৃতীয় বৈঠক মঙ্গলবার শুরু হয়েছে । সেখানেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর আগে জুনের শুরুতে পলিসি কমিটির বৈঠকে হয় ৷ সেখানে কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট অপরিবর্তিত অর্থাৎ 6.5 শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৷ বেশিরভাগ বিশ্লেষকরা এমনটাই আশা করেছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক এপ্রিলের বৈঠকেও রেপো রেট একই রেখেছিল ।

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক, ঘোষণা শক্তিকান্ত দাসের

রেপো রেট হল, সুদের হার ৷ এই সুদের হারে আরবিআই অন্যান্য ব্যাংককে ঋণ দেয় । জানা গিয়েছে মুদ্রাস্ফীতির ধারাবাহিক পতন (বর্তমানে 18 মাসের সর্বনিম্নে রয়েছে) এবং এর আরও পতনের সম্ভাবনা থাকায় আরবিআই আবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে । প্রসঙ্গত, আরবিআই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে মে 2022 সাল থেকে রেপো রেট 250 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.5 শতাংশ করেছে । আর তারপর এ বছরের এপ্রিল মাস থেকে রেপো রেট অপরিবর্তিত রয়েছে ৷ সুদের হার বাড়ানো মুদ্রানীতির অংশ ৷ সাধারণত অর্থনীতিতে চাহিদাকে দমন করতে সাহায্য করে ৷ তার ফলে মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.