ETV Bharat / business

Twitter Offices In India: ভারতে তিনটির মধ্যে দু’টি অফিস বন্ধ করল টুইটার

author img

By

Published : Feb 17, 2023, 3:21 PM IST

কর্মী সংকোচন আগেই করেছিল টুইটার ৷ এবার ভারতে থাকা দু’টি অফিস বন্ধ করে দিল এই সংস্থা (Twitter Shuts Two Offices In India) ৷ আর একটি অফিস এখনও চালু আছে ৷

Twitter Offices In India
Twitter Offices In India

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: টুইটার ভারতে (Twitter Inc) থাকা তিনটি অফিসের মধ্যে দু’টি বন্ধ করার ঘোষণা করল । খরচ কমাতে টুইটারের কর্ণধার ইলন মাস্ক (Twitter CEO Elon Musk) এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুধু ভারতে নয় সারা বিশ্বেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এই মাইক্রো ব্লগিং সাইট কর্তৃপক্ষ ৷ টুইটার মালিকানা হাতে আসার পরই এই সংস্থাকে আর্থিকভাবে স্থিতিশীল করতে চান ইলন মাস্ক ৷ 2023 সাল শেষ হওয়ার আগেই তিনি লক্ষ্যপূরণ করতে চান ৷ সেই কারণে কর্মী সংকোচনও করা হয়েছে ৷ তবে ভারতে যে দু’টি অফিস টুইটার বন্ধ করেছে, সেখানকার কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে ৷

টুইটার 200 জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে: গত বছরের শেষে ভারতে 200 জনের বেশি কর্মচারী ছাঁটাই করেছে টুইটার ৷ ভারতে তাদের যা কর্মী ছিল, তার 90 শতাংশ ছেঁটে ফেলেছে ইলন মাস্কের সংস্থা ৷ এবার তাদের দু’টি অফিস বন্ধ করে দিল ৷ তবে কোন দু’টি অফিস তারা বন্ধ করেছে, তা নিয়ে কিছু জানায়নি ৷ কিন্তু সূত্রের খবর, নয়াদিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থার তরফে ৷ বেঙ্গালরুতেও টুইটারের একটি অফিস রয়েছে৷ সেখানে অবশ্য কাজ স্বাভাবিক নিয়মে চলছে বলে ওই সূত্র দাবি করেছে ৷ কিন্তু এর বেশি কোনও তথ্য পাওয়া যায়নি ৷

ভারতে টুইটার ব্যবহারকারী: কয়েক বছর ধরে টুইটার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক ফোরামে পরিণত হয়েছে । এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মতো রাজনীতিবিদরা টুইটার ব্যবহার করেন ৷ টুইটারে প্রধানমন্ত্রীর ফলোয়ার প্রায় 86.5 মিলিয়ন ৷ তারপরও মাস্কের কোম্পানির আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না ৷ কন্টেন্ট নিয়ে প্রতি মুহূর্তে তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে ৷ তার পরও মাস্ক কর্মী সংকোচনের পথে হাঁটছেন ৷ বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে বোঝা যাচ্ছে যে মাস্ক আপাতত প্রতিযোগিতার বাজারকে কম গুরুত্ব দিচ্ছেন ৷

জানা যাচ্ছে যে আর্থিক ক্ষতির পরিস্থিতিতে রয়েছে টুইটার ৷ এই সংস্থাটি 44 বিলিয়ন মার্কিন ডলারে কিনেছেন মাস্ক ৷ তার পর থেকে এই আর্থিক ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এর জেরে সান ফ্রান্সিসকো ও লন্ডনে সংস্থার দফতরের ভাড়া বকেয়া ৷ এই নিয়ে টুইটারের বিরুদ্ধে মামলাও করা হয়েছে ৷ সেই পরিস্থিতি বেরিয়ে আসতে নানা পদক্ষেপ করছে টুইটার ৷

আরও পড়ুন: টুইটার থেকে অর্থ উপার্জনের পথ দেখালেন মাস্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.