ETV Bharat / business

Twitter: টুইটার কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাইবস্ক্রাইবারদের ইমেল শেয়ার করবে, জানিয়েছেন মাস্ক

author img

By

Published : Jun 7, 2023, 2:46 PM IST

টুইটার সাবস্ক্রাইবারদের ইমেল অ্যাড্রেস শেয়ার করবে কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ৷ কারণ, ওই কন্টেন্ট ক্রিয়েটররা যদি টুইটার ছেড়ে যেতে চান, তাহলে ওই সাবস্ক্রাইবদের সঙ্গে নিয়ে যেতে পারবেন তাঁরা ৷ বুধবার টুইট করে এই কথাই জানিয়েছেন ইলন মাস্ক ৷

Twitter
Twitter

হায়দরাবাদ, 7 জুন: টুইটারে যে সব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন সংস্থার মালিক ইলন মাস্ক ৷ তিনি জানিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটরদের যে সব সাবস্ক্রাইবার টুইটারে রয়েছে, সেই সাবস্ক্রাইবারদের ইমেল অ্যাড্রেস সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হবে ৷ কারণ, ওই ক্রিয়েটররা যদি টুইটার ছেড়ে যেতে চান, সেক্ষেত্রে সাবস্ক্রাইবারদের ইমেল অ্যাড্রেস তাঁরা সঙ্গে নিয়ে যেতে পারবেন ৷ বুধবার এক টুইটে এই কথা জানিয়েছেন ইলন মাস্ক ৷

মাস্কের এই ঘোষণার পর টুইটারে হইচই পড়ে গিয়েছে ৷ সাবস্ক্রাইবার ও কন্টেন্ট ক্রিয়েটররা এই নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে উদগ্রীব হয়ে পড়েছেন ৷ অনেকে প্রশ্ন করেছেন, অন্য প্ল্যাটফর্মে যে সাবস্ক্রাইবার রয়েছেন, তাঁদের টুইটারে আনা যাবে কি না ! অনেকে আবার জানতে চান যে এই তথ্য কোন ফরম্যাটে টুইটারের তরফে শেয়ার করা হবে ৷

  • This platform will provide email addresses of subscribers (who opt in) to content creators, so that creators are able to leave this platform easily & take their subscribers with them if they want

    — Elon Musk (@elonmusk) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লিন্ডা ইয়াক্কারিনো টুইটারের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন দুই দিন আগে ৷ তার পরই এই ঘোষণা সামনে এসেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটারের বিজ্ঞাপন বিক্রি নেমে গিয়েছে ৷ তা এপ্রিল ও মে মাসে 59 শতাংশ নেমে গিয়েছে ৷ বিষয়টি টুইটারের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয় । সেই পরিস্থিতিতে টেসলা ও স্পেসএক্সে মাস্ক যাতে আরও বেশি নজর দিতে পারেন, সেই লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: আর হবে না বিনামূল্যের প্রচার ! টুইটারের সিদ্ধান্তে নতুন বিতর্ক

দ্য নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, 1 এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টুইটারের মার্কিন বিজ্ঞাপনের আয় ছিল 88 মিলিয়ন মার্কিন ডলার ৷ যা এক বছর আগের তুলনায় 59 শতাংশ কম । আগামিদিনে তা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে টুইটচার সিইও হিসেবে লিন্ডার কাজ আরও কঠিন হতে চলেছে বলে বিশেষজ্ঞদের মত ৷

উল্লেখ্য, লিন্ডা ইয়াক্কারিনো এনবিসি ইউনিভার্সালের গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপের চেয়ারপার্সন ছিলেন । তিনি সম্প্রতি লিঙ্কডইনে নিজের সম্পর্কে তথ্য আপডেট করেছেন ৷ সেই সময় টুইটার সিইও হিসাবে নিজের পরিচয় দিয়েছেন ৷ তখনই বিষয়টি সামনে আসে ৷ তাই টুইটারের এই নতুন সিদ্ধান্তের নেপথ্যে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে অনেকের মত ৷

টুইটারে যোগদানের পর লিন্ডা ইলন মাস্ককে ট্যাগ করে টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "আমি দীর্ঘকাল ধরে একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার জন্য আপনার (ইলন মাস্ক) দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত হয়েছি । আমি টুইটারে এই দৃষ্টিভঙ্গি আনতে ও এই ব্যবসাকে একসঙ্গে রূপান্তরিত করতে চাই ৷ আমি এই প্ল্যাটফর্মের ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।’’ আর টুইটারের ব্যবহারকারীদের উদ্দেশ্য়ে তাঁর বার্তা, ‘‘আপনাদের প্রতিক্রিয়া ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ৷ আমি সেই প্রতিক্রিয়া শোনার জন্য প্রস্তুত ৷ আসুন আলোচনা চালিয়ে যাই এবং একসঙ্গে টুইটার 2.0 তৈরি করি ৷’’

আরও পড়ুন: টুইটার অন্যান্য কোম্পানি ও তার কর্মীদের জন্য একটি নতুন পরিষেবা চালু করেছে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.